আমাদের কথা খুঁজে নিন

   

অপবাদ সমাচার ও স্বার্থপরতা

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

জগত জানে শুধু ছুড়ে দিতে অপবাদ (প্রতি) মুখের উপর জিন্দাবাদ, নয়তো লাশের উপর মুরদাবাদ.................. (কবিতাটা অনেক বড়, কিন্তু আপতত এতটুকুই) অপবাদ দলীয় অংশের বিরোধীতায়, কিংবা পক্ষ-বিপক্ষের জয়গানে হয়। আমরা কিংবা আপনারা যেই হই না কেন, স্বার্থের পরিপহ্নি হলেই, অপবাদের তীর মারি ছুড়ে, ছুড়ে দেই জেল-হাজতে, পরিবার হতে দুরে। এটা সরকারের রাজনীতি। রাজনৈতিক মামলায় নিরীহ মানুষদের মামলার শিকার বহু দেখেছি। আধিপত্য, সুখ্যাতি কিংবা টাকার দৌড়ে লেখক, সাংবাদিক কিংবা বুদ্ধিজীবিদের। কিন্তু মানবতার মিছিলে কোন মানুষের মুখে সত্য শুনিনি। মানবতার অপমান ও অপবাদের চিত্র স্পষ্ট হয়ে ধরা দেয় বিচারক আর আইনজীবিদের (আসলে এ শ্রেনীকে আইনজীবি নয় আইন-হরী (হরণ অর্থে) বলা উচিত) ঘোষনায়। রাজনৈতিক স্বার্থ হাসিলের মিছিলে এরা সত্যকে মিথ্যা কিংবা মিথ্যাকে সত্য বলতে দ্বিধা করেন না। আর নেতাদের তো কথাই না, কিন্তু অবাক হয়ে যাই যখন দেখি এ গোত্রের মধ্যে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী পদভার দেখতে পাই তখন লজ্জায় নত হয়ে যায় মাথা যে, আমরা এদের কাছে জাতির ভবিষ্যত আশা করি, যেখানে এরা জাতির বর্তমানকে কুলুষিত করে ধর্ষন করছে। হায় রে আমার অপবাদ, হায়রে সমাজ ও আমার দেশ তোমায় বাচাঁবে কে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.