আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ শ্যাল উই ড্যান্স (Shall We Dance)?


শ্যাল উই ড্যান্স (২০০৪) একটি আমেরিকান ছবি। মূলতঃ এটি একটি পুরস্কারপ্রাপ্ত জাপানী চলচিত্রের (১৯৯৬) রিমেক। ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে কানাডার ম্যানিটোবা (উইনিপেগ), ম্যানিটোবা ইউনিভার্সিটির ড্যান্স স্টুডিও এবং শিকাগোতে। কাহিনীঃ শিকাগোর আইনজীবি, মধ্য বয়সী জন ক্লার্ক (রিচার্ড গেয়ার) সুখী মানুষদের একজন। সুন্দরী স্ত্রী আর দু'সন্তান নিয়ে তার জীবন ছবির মতই সুন্দর।

প্রতিদিন সন্ধ্যায় শিকাগো শহরতলী দিয়ে ট্রেনে করে বাসায় ফেরার পথে জন এক সুন্দরী মেয়েকে তার নাচের স্টুডিওর জানালা দিয়ে উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকতে দেখে। মেয়েটির তাকিয়ে থাকা দেখে একদিন অনেকটা ঝোঁকের মাথায় জন ট্রেন থেকে নেমে পড়ে এবং মেয়েটির সাক্ষাৎ পাবার আশায় নাচের ছাত্র হিসেবে নাম লেখায়। এরপর থেকেই আকস্মিকভাবে জনের জীবন পাল্টে যেতে থাকে। চাকচিক্যহীন জন নিজেকে আবিষ্কার করে এক বৈচিত্রময় জীবনে...যেখানে আছে গতি, মিউজিক, হাস্যরস, সৌহার্দ্য এবং অবশ্যই প্রবল অনুরাগ। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহুর্তই আনন্দায়ক।

আর ছবির হিউমার/কমেডি সকল বয়সের দর্শকের ভাল লাগতে বাধ্য; বিশেষ করে জনের নাচের সহকর্মীদের কমেডি চমকপ্রদ। মুভিটি গতানুগতিক রোমান্টিক বা প্রেমের মুভি নয়। তবে ছবির কয়েকটি দৃশ্যে লোপেজ-গেয়ারের বলরুম ড্যান্সের অপূর্ব শৈলী দেখানো হয়েছে যা মুভিটিতে রোমান্টিকতার আবেশ এনেছে। ছবির টুকিটাকি পরিচালকঃ পিটার চেলসম ছবির ধরণঃ কমেডি, ড্রামা, মিউজিক্যাল পারফরমেন্স, রোমান্স এবং রিমেক মূল চরিত্রঃ রিচার্ড গেয়ার (জন ক্লার্ক) জেনিফার লোপেজ (পলিনা) সুসান স্যারান্ডন (বেভারলি ক্লার্ক) ছবির দৈর্ঘ্যঃ ১ ঘন্টা ৪৬ মিনিট ছবি মুক্তির তারিখঃ ১৫ অক্টোবর ২০০৪ ডাউনলোড লিংক
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.