আমাদের কথা খুঁজে নিন

   

কোন কথাটা বিশ্বাস করবো??

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

টিসিবির হিসাবমতে ২০০১ সালে মোটা চাল ১৪ টাকা কেজি ছিল। আর ২০০৯ সালের ৬ জানুয়ারি যেদিন তিনি দায়িত্ব নেন সেদিন ঢাকায় মোটা চালের কেজি ছিল ২৭ টাকা। তবে ঢাকার বাইরে ২৪ টাকা কেজি দরে মোটা চাল বিক্রি হয়েছে বলে তখন বিভিন্ন পত্রিকায় খবর বেরিয়েছে। টিসিবির হিসাবমতে খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রথম বিএনপি সরকারের শেষ বছরে ’৯৬ সালে মোটা চালের সর্বনিম্ন দর ছিল ১০ টাকা কেজি।

শেখ হাসিনার শাসনামলে ’৯৭ সালে কিছুদিন ১০ টাকা থাকলেও সর্বোচ্চ ২৪ টাকা কেজিতেও তারা মোটা চাল খাওয়ান। ’৯৮ সালে মোটা চালের সর্বনিম্ন দর ছিল কেজিপ্রতি ১৩ টাকা ও সর্বোচ্চ দর ছিল সাড়ে ১৬ টাকা; ’৯৯ সালে সর্বনিম্ন সাড়ে ১২ ও সর্বোচ্চ সাড়ে ১৬ টাকা; ২০০০ সালে সর্বনিম্ন ১২ ও সর্বোচ্চ ১৫ টাকা এবং ২০০১ সালে সর্বনিম্ন ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত মোটা চাল বাজারে বিকিয়েছে বলে টিসিবির তথ্যে দেখা যায়। ২০০১ সালের ১৫ জুলাই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তরের পর তত্ত্বাবধায়ক সরকার এবং ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার দায়িত্ব নেয়। অন্যদিকে বিএনপির শাসনামলে ২০০২ সালে মোটা চালের সর্বনিম্ন দর ছিল ১৩ ও সর্বোচ্চ ১৬ টাকা; ২০০৩ সালে একই; ২০০৪ সালে সর্বনিম্ন ১৪, সর্বোচ্চ সাড়ে ১৭ টাকা; ২০০৫ সালে সর্বনিম্ন সাড়ে ১৬ ও সর্বোচ্চ ১৯ টাকা এবং ২০০৬ সালে সর্বনিম্ন ১৭ থেকে ১৯ টাকা কেজি ধরে মোটা চাল বিক্রি হয়েছে। আহম্মদীয় সরকারের জরুরি সময়কালে ২০০৭ সালে মোটা চালের সর্বনিম্ন দর ছিল ১৮ টাকা ও সর্বোচ্চ ছিল ৩১ টাকা এবং ২০০৮ সালে সর্বনিম্ন ২৮ ও সর্বোচ্চ ৩৫ টাকা কেজিতে মোটা চাল বিক্রি হয়েছে।

শেখ হাসিনা ২০০৯ সালের ৬ জানুয়ারি যেদিন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তার আগের দিন, অর্থাত্ তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিনে মোটা চালের কেজি ছিল ২৭ টাকা, যদিও ২৪ টাকা কেজিতে সেদিন মোটা চাল বিক্রি হয়েছে বলে বিভিন্ন জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হয়েছে। সুতরাং ২০০৯ সালের ৬ জানুয়ারি দায়িত্ব গ্রহণের দিন শেখ হাসিনা ৪৫ টাকা নয়, ২৪ থেকে ২৭ টাকা কেজি পেয়েছিলেন মোটা চাল। চালের কেজি ১৮ টাকায় না নামলেও এর কাছাকাছি ছিল। ওএমএস-এ ১৮ টাকায় বিক্রি করেছিল কিছুদিন বর্তমান সরকার। পরে ২২ টাকা ওএমএসেই দাম নির্ধারিত হয়।

টিসিবির হিসাবমতে গত ১৫ এপ্রিল মোটা চালের কেজি ছিল ২৫ থেকে ২৮ টাকা। বিএনপির ৫ ও তত্ত্বাবধায়ক সরকারের ২ বছর মিলে ৭ বছরে এক মেগাওয়াটও বিদ্যুৎ উৎপাদন হয়নি। অথচ দিন তারিখ দিয়ে সরকারি প্রতিষ্ঠান পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা পিডিবি এবং অর্থ মন্ত্রণালয় প্রকাশিত ও বর্তমান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাক্ষরিত অর্থনৈতিক সমীক্ষার বরাত দিয়ে গত ১২ এপ্রিল আমার দেশ পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, ৭ বছরে ২৬টি ছোট-বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে জাতীয় গ্রিডে ১৪১৬ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে। এর বাইরে ’৯৫ সালে পূর্ববর্তী বিএনপি সরকারের সময়ে শুরু করা আরেকটি বিদ্যুৎ কেন্দ্র মেঘনাঘাটে ৪৫০ মেগাওয়াট কেন্দ্রটি ২০০৬ সালের ২৬ নভেম্বর উদ্বোধন করা হয়। এ হিসেবে প্রায় ২ হাজার মেগাওয়াট বিদ্যুতের সংস্থান হয়েছে ৭ বছরে।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০০৪ সালের ৩ সেপ্টেম্বর চালু সিদ্ধিরগঞ্জে ২১০ মেগাওয়াট, ২০০৫ সালের ২৮ মার্চ টঙ্গীতে ১০৫ মেগাওয়াট, ২০০৬ সালের ৩১ জানুয়ারি বড়পুকুরিয়ায় ২৫০ মেগাওয়াট এবং একই বছরের ২ জুন আরপিসিএলএ ৭০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। প্রধানমন্ত্রীর কি জেনেশুনে এসব তথ্য দিচ্ছেন? যদি জেনেশুনে দিয়ে থাকেন, তা হলে তিনি মিথ্যা বলছেন। এটা মোটেও ঠিক নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।