আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি সব অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থেকে কি দেশেকে নিয়ে ভাবতে পারি না???



অনেক আগেই থেকেই আমার ব্লগ এ আসা যাওয়া। কিন্তু কিছু লেখার মত পাইনি। একটা নতুন বছরে আমরা পা দিলাম। তাই ভাবলাম কিছু লিখি। আমি কখনও গুছিয়ে কথা বলতে পারি না তাই লিখতেও পারি না ।

তবুউ লিখি নিজের দেশের জন্য মানুষের জন্ন। যাই হোক কিছু ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। আমাদের দেশ বাংলাদেশ। আমরা মুখে যাই বলি না কেন আমরা সবাই দেশকে খুবি ভাল বাসি। দেশ কে নিয়ে গর্ব করি।

তবু কি দেশের উন্নতি নিয়ে ভাবি কি?? না ভাবি না। সুদু নিজেদের কে নিয়ে ভাবি। "আমি এই ব্লগ এ দেখলাম প্রায় সবাই কিছু নির্দিস্ট বিষয় নিয়ে আলোচনা করেন। যা আর বললাম না। খুব কম প্রয়োজনীয় শিক্ষনীয় পোস্ট আছে।

" আমি আজকে কিছু বলি । কারো ভাল লাগতেও পারে আবার নাও পারে। আমাদের দেশ ফসল উৎপাদনের জন্য অনেক ভাল দেশ। কিন্তু আমরা ফসলের জমি অপ্রয়োজনীয় বলে কারখানা গড়ি। তাতে আমরা খেতে পাই কি না পাই কারি কারি টাকা পাই।

দেশে চাল,ডাল,চিনি,তেল সব সব কিছুর অভাব। কিন্তু কয়েক বছর আগেও আমরা সুজলা সুফলা ধানের দেশ,মাছের দেশ ছিলাম। এই কথাগুলো এখন বাংলা বইয়ের পাতায় শোভা পায়। কিছুদিন পরে ইতিহাসের বই তে পাওয়া যাবে । এখন আসি আসল কথায়।

উচ্চ শিক্ষার জন্য আমি দেশের বাইরে আছি। শিক্ষিত তো হচ্ছি বইয়ের পাতা পরে । কিন্তু মন থেকে কত টুকু হচ্ছি?? কেঊ হয়তো এখনি আমার কথায় বিরক্ত । একটা শীত প্রধান দেশে আমি আছি। এখন এই দেশে চলছে বসন্তের উৎসব।

কিন্তু আবহাওয়া বলছে শীত এখনও যায় নি। টানা ৫ মাস পরে প্রকৃ্তিতে এসেছে প্রানের ছোয়া। তাতে কি?? এই দেশের মাটি তো আর ভাল না। চাষবাসের জন্য উপোযোগী নয়। কিন্তু এরা বসে নেই।

গ্রামে কৃ্ষক চালায় কঠোর পরিশ্রম। আর শহরে চলে মাটি জোগান। মাটি জোগান কেন বলচি?? এই খানে যা পায় এরা তাতেই মাটি ভরে রাখে। কোন পাত্র ই কিন্তু আমাদের মত টব না। সব ভাংগা হাড়ি এমন কি সোলা ও সেখানে শোভা পায়।

তাতে ওরা সারা শীত কাল যাবত পচে যাওয়া ফল থেকে শুরু করে পচনযোগ্য জিনিষ ফেলে রাখে। যা এই বসন্তে ও গ্রীষ্মে হএ উঠে পরিপুর্ন চাষযোগ্য মাটি । তাতে এরা সব ধরনের সবজ়ি,ফল ফুলের চাষ করে। সেইগুল নিজ্রাও খায় আবার বাজারে বিক্রিও করে । আর কৃ্ষকদের বাড়ি তে তো আছে ৪-৫ তা গাড়ি।

কারন এদের নেই কোন দুর্নীতি। উপরের ছবি তে কৃ্ষকের বাড়িতে দামি গাড়ি। কিন্তু আমরা উপযোগ্য মাটি পেয়েও তা কাজে লাগাই না। চাই সুদু টাকা,গাড়ি,বাড়ি......। এরা রাজনীতি নিয়ে ভাবে না।

নিজেদের কে আর দেশ কে নিয়ে ভাবে। এরা উন্নত কিন্তু কয়েক বছর আগেও এরা ছিলো অনুন্নত দেশ। এরা রাতারাতি উন্নত হয়ে উঠেনি। অনেক সংগ্রাম করে এসেছে। এরাও আমাদের মত অনেক ঋনের বোঝায় মাথা নূইয়ে ছিলো।

কিন্তু এরা সমস্ত দেশবাসী নিজেদের অর্থ সম্পদ দিয়ে দেশকে ঋন মুক্ত করেছে। আর আমরা কি পারব ? বাচ্চারা স্কুলেই শিখছে সব কিছু। কিছুদিন আগে আমি দেখলাম বাচ্চা দের কে দিয়ে শিক্ষীকা রাস্তার ফুটপাত পরিস্কার করাচ্ছে। আর ওরা মহা আনন্দে তা করেও যাচ্ছে। ওদের আনন্দ ২ গুন করার জন্য চলচ্ছে একের পর এক ফ্লাসের ঝলকানি।

আমার কাছে দৃশ্য টা উপভোগ্য হলেও নিজেরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে এই কাজ টা করাতাম না। দরকার হলে ওই শিক্ষীকার বিরুদ্ধে করতাম অভিযোগ। আমি আমার শিক্ষা নিয়ে এই জন্য বল্লাম। আমি এই জিনিষ গুল মুগ্ধ চোখে দেখচি কিন্তু দেশে গিয়ে কি আমি পারব এই কাজ গুল করতে?? নিজেকে কি পারব দুর্নীতি থেকে মুক্ত রাখতে??পারব দেশে কে নি্য়ে একটু ভাবতে। কেন পারব না??আমরা কি ঘিলুবিহীন।

একটু কি দেশেকে রক্ষা করতে পারি না??? চলবে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.