আমাদের কথা খুঁজে নিন

   

অপ্রয়োজনীয় একটি লেখা......

মানুষের জীবনের ঢের গল্প.......

প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে রাখা ভাল। কারন আমি আমার দুঃসাধ্য কাজ টি করতে চলেছি। আপনারা এসে আমার পোষ্ট টি পড়ে যা খুশি বলে যাবেন ..... আমার প্রতিবাদ করার কিছু নাই বাবারে বাবা লেখা লেখি বড় কঠিন কাজ....... এ কাজ আমাকে দ্বারা হবার কোনরুপ আশা আমি আর দেখতে পাই না। এতএব লেখা এক প্রকারে বন্ধ বলা যায়। নইলে আপনাদের কাছে ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন ছিল না।

আমি এমন এক জন মানুষ যে জীবনে এক কলম ডাইরী ও লিকি নি লেখার কোন প্রয়োজন পড়লে ছবি আঁকার চেষ্টা করতাম। এমন হতো সে ছবি র রুপ যে তার কুশ্রীতা মলিনতা দেখে আজ কাল নিজের ই হাসি পায়। সে যাক লেখক হবার শখ আমার জন্মেও ছিল না তবে হ্যা এটা হলফ করে বলতে পারি আমি পাঠক। পাঠক হিসাবেই গত এক বছরের বেশি সময় ধরে সামুর সাথে আছি। মাঝেমাঝে আমি , আমার, আমারা অথবা ওমুক চাই .. তমুক জানলে জানান আর কিছু আড্ডা মারা কিছু আবোলতাবোল পোষ্ট ও দিয়েছি।

কিন্তু আজকাল লগ ওফ আবস্থায় ভাল লেখা খুঁজি..... খুবই কম চোখে পড়ে এমন লেখা। আপনাদের কাছে এত কথা বলছি এর কারন আপনাদের কাছে আমি সান্তনা , আশ্বাস চাই বলে..। আমাদের সমাজের মত এখানেও মানুষের কুৎসিত রুপটা চোখে পড়েছে। আপনাদের সাহায্যি এই আবহাওয়া আমরা কাটিয়ে উঠতে পারি। আমার আর লেখার শক্তি পর্যন্ত ক্ষীণ হয়ে এসেছে আমার পাঠক মনের এই শোচনীয় দুরবস্থায়.. আচ্ছা এই মনোভাব কি সবার মধ্যেই আসে কোন না কোন সময়ে? যাক আর বাজে বকে আপনাদের সময় নষ্ট করবো না।

আপনারা সবাই আমার শ্রদ্ধা গ্রহন করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.