আমাদের কথা খুঁজে নিন

   

ঐতিহ্য আমার ভালোবাসা


ভোরের সূর্য জাগেনি এখনো.. শুভ্রবসনে তোমাদের সুরের আলাপ- রমনার বটমূল ছাড়িয়ে চলে এসেছে এইখানে এই সুদূরে আমার বুকে। নকসি কাঁথার হাতছানী, ডুগডুগি বাঁশি, মেলার হুল্লোর নাগরদোলা, পান্তা- ইলিশ পিঠাপুলি, মুড়িমুড়কি,কুমোরের পুতুল, নতুন বই মুখোসের মিছিল -আমার নবান্ন উতসব আমার বুকের গভীরে তুমি- আমার অনুভব। তোমাকে লালন করি স্বযত্নে, শতব্যাস্ততায় ধানবানা ঢেঁকির পাড় নবীন ধানের সোঁদা ঘ্রান সবুজ গ্রাম, বাঁকা ফিতার রূপালি নদী বাউলের গান, উনুনের আঁচ, র্স্বনালী ফুলের হলুদ রেনু সোহাগীর হাসি লাজুক চোখ, লাল চুড়ি পাছাপেড়ে শাড়ী. অকারণ হাসি আজকে ভোরের খুশিখুশি ভাব আমার রক্ত উত্তাল করে লালন করি বুকের গহীনে হালখাতার হিসাব - আমার কৃষ্টি আমার ঐতিহ্য যতদূরেই থাকি তোমার কাছেই থাকি আমার গর্ব আমার নববর্ষ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।