আমাদের কথা খুঁজে নিন

   

চাকা

মুহসিন আব্দুল্লাহ

চাকা মুহসিন আব্দুল্লাহ গরুর গাড়ির শুকনো চাকায় ধুলো ওড়ে জীবনের মত প্রতিটি ঘূর্ণনে স্মৃতিময় মুহূর্তগুলি হয়ে যায় পিষ্ট তবুও করে না আর্তনাদ- তবুও এগিয়ে চলে ধুলোক্লিষ্ট পথের বুকে রেখে যায় আবরণহীন অগণিত ক্ষত । দুধারের ছোট ছোট তুঁতে গাছ করে ব্যর্থ চেষ্টা ছায়া দিতে জীবনের চাকায় গরুর গাড়িতে পাতার ফাঁকে মোলায়েম আলো কখনওবা গহীন নাড়ীতে একাকার করে দেয় চাকা ও ধুলোর চিরন্তন তেষ্টা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।