আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার চাকা

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।

আমরা যারা প্রতিদিন ঢাকা শহরে চলাচল করি তাদের অধিকাংশ লোকদেরই নিজস্ব গাড়ি নেই। ফল সরুপ আমরা ঝুকে পড়ছি পাবলিক ট্রান্সপোর্টের দিকে । কিন্তু কি অবস্থা এ ট্রান্সপোর্টের ?লোকাল বাস গুলোতে যে ভাড়া, ঐ দুরুত্বটুকু যেতেই কাউন্টার বাস এর দ্বিগুন তিনগুন ভাড়া নেয় । কিন্তু কি অবস্থা এই ট্রান্সপোর্টের ? কাউন্টার বাসগুলো কি লোকাল বাস গুলোর সমপর্যায়ে পড়ে না ? কোন কোন ক্ষেত্রে তা লোকাল বাস গুলোকে ও হার মানায় অথচ ভাড়া নেয় প্রচুর । তাছাড়া ওদের ভাড়ার চার্ট হচ্ছে তেলের চালিত গাড়ির চার্ট । অথচ ওদের প্রত্যেকটা গাড়িই সি.এন.জি তে চলে । যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন ও সচেতন নাগরিকের সাহায্য কামনা করছি যাতে সবাই এক যোগে এ অন্যায় কে দৃঢ় হস্তে প্রতিহত করে । আপনাদের কি মত ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।