আমাদের কথা খুঁজে নিন

   

নেশার ঘড়

বলার তো কিছু নেই,,আমি যা আছি আজো সেই.। জীবন তোর তাসের মেলায়, জুয়ার ঘরে, বাজির দরে, রয়েছে আজো আঁধারে। তুই আগুন জ্বালাস, তুই ফুঁ দিস। সে আগুনে নিজেই জ্বলে পুড়ে ছাই তোর সব যায় যায়... একেবারে বিন্দুতে মিশে পড়ে থাকিস তুই যেখানে সেখানে আষ্টেপৃষ্টে। তোর মায়ের চোখের জল তুই দেখেও দেখিস না এ তোর নিষ্টুরতার কোন নিশানা ? তোর ঝাঁপসা চোখে এপার-ওপার সব জ্বলে পুড়ে ছারখার তোর ভৌতিক যাতনায় সহসাই কেউ ব্যস্ত তোর মৃত্যু কামনায় হঠাৎ তুই নেই তোর আহাজারী আর কেউ শোনে না সব হারিয়ে...... তোর কোথাও আর ঠাই নেই তোর হাতে সময়ও আর নেই আজ শেষ রাতে, তোর মৃত্যু তোকে করেছে ভর তুই আজ মর। (প্রায় এক বছর আগের লিখা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।