আমাদের কথা খুঁজে নিন

   

বিষধর ছিলো উড়ন্ত-ডাইনোসররা



আজ থেকে সাড়ে ১২ কোটি বছর আগে বনেবাদাড়ে পাখির মতো ডানাওয়ালা যে সব উড়ন্ত ডাইনোসর দেখা মিলতো, জানা গেছে, তারা ছিলো বিষাক্ত। সম্প্রতি এক নতুন গবেষণায় এই তথ্য বের হয়ে এসেছে। পাখির মতো দেখতে এসমস্ত ডাইনোসররা তাদের শিকারকে কাবু করার জন্যই এই বিষ প্রয়োগ করতো। খবর বিবিসি অনলাইনের। Sinornithosaurus নামের এই ডাইনোসরদের উপরের দাঁত ছিলো অনেকটা Rear-fanged সাপের বিষদাঁতের মতো।

শিকারকে ধরে প্রথমে কামড় দিতো এরা। পরবর্তীতে শিকারকে কাবু করার জন্য কামড়ের ফলে যে ক্ষতের সৃষ্টি হতো সেখানে ঢেলে দিতো বিষ। বিবিসি জানিয়েছে, এখন যেখানে উত্তর-পূর্ব চীন, সেখানেই ছিলো এসব উড়ন্ত ডাইনোসরদের আবাসভূমি। খুব সম্ভবত এ সমস্ত উড়ন্ত-ডাইনোসর ছিলো আরো বড় আকারের ডাইনোসরদের খাদ্য। বিবিসি জানিয়েছে, এসমস্ত চমকপ্রদ তথ্য বের হয়ে এসেছে ন্যাশনাল অ্যাকাডেমি অফ সাইন্সেস জার্নালের মাধ্যমে।

অন্যান্য বিষাক্ত সাপের চেয়ে এই Rear-fanged সাপকে তুলনামূলকভাবে কম বিষাক্ত মনে করা হয়। এই সাপ শিকারের গায়ে লম্বা বিষদাঁতের সাহায্যে ক্ষত সৃষ্টি করে সেখানে বিষ ঢেলে দেয়। ফলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে কাবু হয়ে যায় শিকার। নতুন তত্ত্বে বলা হচ্ছে, ঠিক একই ভাবে উড়ন্ত-ডাইনোসররাও শিকার করতো। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কানসাসের ডেভিড বার্নহাম জানিয়েছেন, সম্ভবত উড়ন্ত ডাইনোসরদের উপরের চোয়ালের একটি পকেটেই ছিলো বিষ গ্রন্থির অবস্থান।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.