আমাদের কথা খুঁজে নিন

   

ইঞ্জিনিয়ার ভাই ও বোনেরা , একটা সমাধান দেন তো দয়া করে।

পরিবর্তনের জন্য লেখালেখি

বাংলাদেশ নাকি মাত্র ৮ গিগা ব্রড ব্যান্ডের ক্ষমতা ব্যবহার করে । বাকি ৪০ গিগা অপচয় করে । ( অপচয়কারী শয়তানের ভাই) । কিন্তু কেমনে এইটা অপচয় হয় , কি ব্যাপার কিছুই খোলাসা করে বুঝি না । আমি ডাকতর মানুষ এইগিলি নিয়া মাথা ঘামাইতে গিয়া দেখি মাথা পুরা ভোঁ ভোঁ করে।

যেমন ধরেন , আমি জানি সারা দেশে ব্রড ব্যান্ড চালু করতে হইলে ফাইবার অপটিক কেবল নাকি বসাইতে হবে । ( অন্য প্রযুক্তি দিয়েও সম্ভব , যেমন ওয়াই ম্যাক্স , ডায়াল আপ ইত্যাদি) । কিন্তু , আমি জানতাম বাংলাদেশ রেলওয়ের অনেক আগে থেকেই সারা বাংলাদেশে ফাইবার অপটিক নেটোয়ার্ক ছিলো । এখন কথা হইলো রেল ওয়ের নেটোয়ার্ক গ্রামীন পাইলো কেমনে? গ্রামীন পাইলো বা যদি , একলা কেন পাইলো?কেন টেলিটক পাইলো না ? একলাই যদি পাইলো , তো তার জন্য বাংলাদেশ রেল ওয়েরে কত টাকা ভাড়া দিলো? সঠিক পরিমাণে ভাড়া দিলে তো বাংলাদেশ রেল ওয়ে কিংবা ট্রান্সপোর্ট সিস্টেম আজকে আধুনিক রেলে পরিণত হওয়ার কথা । আমি কি ভুল কইলাম? ------------------------------- তারপর ধরেন গিয়া ওয়াই ম্যাক্স।

খুব সামান্য পড়ার চেষ্টা করে দেখলাম এইটারে বলছে সুলভে ইন্টারনেট পাওয়ার ব্যবস্থা । আর স্পিড ও নাকি বেশি হওয়ার কথা। তাই যদি হবে তাইলে বাংলাদেশের ওয়াইম্যাক্সের খরচ জনপ্রতি সবচেয়ে বেশি কেন? আর যেই স্পিড দেয়, সেইটাও নাকি খুব একটা বেশি না? --------------------------------- সারা বাংলাদেশে যদি বাংলাদেশ রেল ওয়ের ফাইবার অপটিক নেটওয়ার্ক আগে থেকেই থাকে , তাহলে নতুন করে বসাতে হবে কেন? গ্রামীনের কাছ থেকে ফেরত নিয়ে নিলেই তো হয় ! আফটার অল। এইটাত আমাদের সরকারী জিনিস , তার মানে আমাদের রক্ত পানি করা ট্যাক্সের টাকায় বসানো জিনিস। হারামী ফোন তো নিজে কিছুই বসায় নাই! ---------------------------------- এখন আমার প্ল্যান হইলো দেশের কতগুলা গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ৮-১০ মেগাবাইট/ সেকেন্ড গতির ব্রড ব্যান্ড / কেবল আলা সংযোগ বসানির।

স্পিড কম বেশি আপনারা ভালো বুঝবেন। আমার কথা হইলো যেই স্পীড দিলে বাংলাদেশে কল সেন্টার এবং অন্যান্য ইন্টারনেট ভিত্তিক ব্যবসা করা সম্ভব সেইটা হইলেই হইলো । তো জায়গা গুলা কি কি ? ( এইটা ন্যুনতম , ধাপে ধাপে আরো আগানো যায়) ৬৪ টা জেলার প্রধান প্রধান মার্কেট/ বাজার এলাকা। ৬৪ টা জেলা ( উপজেলা/থানা পর্যন্ত হইলে আরও ভালো) প্রশাসকের অফিসে । প্রতিটা জেলার ইউনিভার্সিটির লাইব্রেরী ও কম্পিউটার ল্যাবে ।

ইউনিভার্সিটি না থাকলে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে । প্রতিটা জেলার মেডিকেল কলেজ ও হাসপাতালে । মেডিকেল কলেজ না থাকলে সদর হাসপাতালে। বাংলাদেশ সরকারের প্রতিটা ব্যাংকের মূল অফিস সহ সব কয়টা ব্র্যাঞ্চে । বিশেষ করে কৃষিব্যাংক গুলাতে ।

নির্বাচন কমিশনে । ( ন্যাশনাল ডাটা বেজ এর স্বপ্ন দেখি এখনো) বাংলাদেশ সরকারের প্রতিটা মন্ত্রনালয়ে । সচিবালয়ে। সবচেয়ে আগে ভূমি মন্ত্রনালয়ে । বাংলাদেশের প্রতি ইঞ্চি জায়গার হিসাব ডিজিটালি রেকর্ড করা দরকার ।

কোন জায়গা কার মালিকানায় ( ন্যাশনাল আই ডি) আছে , সেই হিসাব। এখন আমি হইলাম টেকিকানা । এইটা সম্ভব করতে হইলে কি কি করা লাগবে? বাংলাদেশ এর কতটুকু করেছে? এইটার জন্য কি ফাইবার অপটিক কেবল টানা হয়ে গেছে ( শুনছিলাম এই রকম কিছু একটা) ? এই যে শুনলাম , বাংলাদেশ থেকে নাকি ব্রডব্যান্ড এর কাপাসিটি রপ্তানি করবে ( শালারা নির্ঘাত টাকা খেয়েছে) সংসদীয় কমিটি এই প্রস্তাব দেয় কেন? আই এস পিরা নাকি লাইন কিনছে না । লাইন কেন কিনছে না ? সমস্যাটা কি? ------------------------------------ ঘটনাটা আমি ঠিক বুঝতে পারছি না । অন্যান্য দেশ দুইটা তিনটা সাবমেরিন কেবলে সংযোগ নিয়েও সারতে পারে না ।

তাদের নাকি আরো দরকার । তাইলে আমরা একটা নিয়াই সেইটা আবার রপ্তানির কথা কই কেন? ঘাপলাটা কি , একটু বুঝাই দিবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.