আমাদের কথা খুঁজে নিন

   

কোনদিন আমি গাইব সেই গান?



বিচ্ছিন্ন আবেগ একদিন আমি হেটে চলছি পথে একা হঠাৎ হোঁচট খেয়ে থমকে দেখি চারিদিকে আঁধার আঁধার আর আঁধার আঁধার আর অজ্ঞতা কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবেনা মলিন অহংকার কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবে শুধু জোৎস্নার স্বচ্ছতা আলোয় আলোয় ভরা চারিদিকে তবুও কেন ঘরে এত আঁধার শুনি তবু শুনি না বুঝি তবু বুঝি না গানের মত গান নেই কেন তাই কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবে মহাশূন্যের উদারতা কোনদিন আমি গাইবো সেই গান যে গানে থাকবে সাগরে গাঙচিলের ডাক বন্দী আমি নিজেরই স্তব্ধতায় কণ্ঠে আমার নেই কোন সুর বন্ধ জানালার পাশে বসে আছি ফুলের সুবাস পাই আলোর দরজা খুলেও কেন খুলিনা বারবার শুধু ছিটকে পড়ি অশ্লীল কারাগারে কি যেন কি পাবার মোহে… ওয়ারফেইজ-এর জটিল একটা গান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।