আমাদের কথা খুঁজে নিন

   

কাটছে জীবন যেমন



চলছে জীবন যেমন ভাবে বয়ে যাই নদীর স্রোত চেষ্টা করি তবু তো পারি না করতে গতিরোধ। সাজাতে চেয়েও পারি না কেন জানি ভেঙ্গে যাই বারে বারে জীবনের গাঁথা মালা। স্বপ্ন আমি দেখতে চাই,যতই আসুক না আজ বাঁধা স্বপ্নতেই বাঁধি খেলাঘর আমি,স্বপ্নতেই ভাঙ্গে আমার আশার ভেলা। সবার আশা করি পূরণ,আমার চিন্তা করি কখন , ভালোইতো চলছে তোমার ,লোকে বলে যখন মনে লাগে ব্যথা ,অশান্তি বাড়ে তখন। জীবন তবু চলছে,চলে যেমন রেলগাড়ি সবাই বলে চেষ্টা কর ,আস্তে ধীরেই পাবে তুমি তোমার স্বপ্নে বোনা স্বপ্নের হাতেখড়ি। আশা ছিল আশা আছে,চাই না আমি হতাশা, তবুও জীবন আমার দোলে আশা-নিরাশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।