আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় স্মৃতিসৌধে তথ্য বিকৃতি

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

জাতীয় স্মৃতিসৌধে তথ্য বিকৃতি স্থপতি সৈয়দ মঈনুল হোসেনের নকশায় বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বড় বড় সাতটি সংগ্রামের পর্যায়কে তাৎপর্য মণ্ডিত করে ত্রিভুজাকৃতির সাতটি মিনারের সমন্বয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। যার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে, বিজয়দিবসের প্রথম বার্ষিকীতে। স্থপতি মঈনুল বলেছেন, সেই সাতটি সংগ্রাম হচ্ছে। । ৫২-র ভাষা আন্দোলন, ৫৪-র ঐতিহাসিক নির্বাচন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণঅভুত্থান, ৭০-এর নির্বাচন এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধ।

কিন্তু দুঃখের বিষয় যে, এবারের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তিক প্রকাশিত এবং প্রচারিত "স্বাধীনতার উনচল্লিশ বছর" স্বরণীকায় স্মৃতিসৌধ বিষয়ে প্রকাশনায় এবং স্মৃতিসৌধ কমপ্লেক্সে স্থাপিত সাইনবোর্ডে ৭০-এর নির্বাচনের কথা উল্লেখ নেই। স্বাধীনতা আন্দোলনের ধাপ বা পর্যায় হিসাবে ৫৮ সালের উল্লেখ দেখা যায়। অথচ ১৯৫৮-তে কোনো গণআন্দোলন হয়নি। ৭০-এর নির্বাচনের গণরায় পাকিস্তানি কর্তৃপক্ষ মেনে না-নেয়ার কারণেই বাঙালির স্বাধিকার সংগ্রাম স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের।

নিশ্চিতভাবে বলা যায়, স্থপতি মঈনুল হোসেন ৭০-এর নির্বাচনকে স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ একটি পর্যায় হিসেবেই দেখেছেন। আমি মনে করি-এই ভুলটি অনিচ্ছাকৃত এবং অসাবধানতা জনিত কারনেই হয়ে থাকবে। তবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত যে কোনো প্রকাশনা আরো বেশী সতর্কতার সাথে প্রকাশ করা উচিত। পরিশেষে, জাতীয় স্মৃতিসৌধে তথ্য বিকৃতি সংশোধনের উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.