আমাদের কথা খুঁজে নিন

   

আমার তোমার আত্মত্যাগের অগ্নিসম প্রতীজ্ঞায় তারা......চিরকালই অবাঞ্চিত সরীসৃপ.......।

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না। "কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ। "

মাগো, তোমার হাতের কর গোনা , 'আল্লাহ' নামের শপথ করে বলছি, "আমাদের সুদিন আসবেই" ওদের ভয়ে আমরা আর ভীত নই ভয় পেয়ো না মাগো......, একদিন তারা, তোমার- আমার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিলো পারেনি........বুকের রক্তে ভাসিয়ে দিয়েছি...। সুর্যটাকে বনবাসে পাঠিয়ে ছিলো... তোমার এ কোল থেকে ছুটে গিয়ে লাল সূর্য টাকে স্বাধীন সবুজে সাজিয়ে দিয়েছিলাম। বিনি ধানের খইধানা গুলো রোদে শুকিয়ে মাচায় রেখেছিলে.....সামনের চৈত্র সংক্রান্তিতে নাড়ু বানাবে ঘরের সাথে পুড়ে হয়েছিল ছাই, মাগো আমার বাংলার এ মাটিতে এখনো বিনি ধান ফলে....।

তারা বলে , তোমার ছেলে 'সূর্যসেন' , সন্ত্রাসী। তোমার নয়ন মণি সালাম, রফিক বরকত , এঁরা বেওয়ারিশ লাশ, ওরা বলে আমাদের মুক্তিযুদ্ধ, হিন্দু মুক্তি'র যুদ্ধ......... ওরা জানতো না...কালের আবর্তে একদিন উম্মত্ত পদ্মাকে ও বেঁধে ফেলা যাবে বাঙালী সংস্কৃতি, এ বাংলার তোমার নাড়ী ছেড়া পলিরক্ত বিভক্তি চেনে না..... আমরা এক ধারা এক স্রোত.... আফসোস ওরা এখনো বুঝতে চাই না ! তারা , তোমার এ মাটিরই কুলাংগার, ঘুমন্ত গরীবের রক্ত চোষক ড্রাকুলা, তারা যতই হিংস্র হোক না কেন....আমার তোমার আত্মত্যাগের অগ্নিসম প্রতীজ্ঞায় তারা......চিরকালই অবাঞ্চিত সরীসৃপ.......। আজ তারা বলে কী , জানো মাগো......তারাই তোমার ভাষাকে রক্ষা করেছে! তারাই স্বাধীনতা এনেছে, স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে বুক-পকেটে আমার পতাকা গেঁথে রাজনৈতিক সমীকরন মেলায়.....সদর্পে বলে ....."স্বাধীনতা রক্ষা করবে"। হাস্যকর......চিরকূট রাজনীতি। তোমাকে বলছি মাগো....ভয় পেয়ো না, তোমার সন্তান সদাজাগ্রত তাঁরা, ঐ আস্তিনের সাপকে মারবেই.....।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.