আমাদের কথা খুঁজে নিন

   

পুরানো মদ নতুন বোতলে.......................

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

বাংলার শিক্ষক ক্লাসে এসে ছাত্রদের বললেন ,তোমরা তোমাদের প্রিয় প্রাণির উপর একটি রচনা লিখ। কিছুক্ষন পর সবার লেখা শেষ হল , কেউ লিখল গরুর উপর , কেউ মুরগি নিয়া ..................... কিন্তু একজন রচনা লিখে আনল কুমিরের উপর । তাতে লেখা, " কুমির একটি কদাকার প্রাণি, ইহার একটি মাথা চারটি পা এবং একটি লেজ আছে । কুমিরের সারা দেহ খাজ কাটা খাজ কাট...................................." শিক্ষক বললেন বাবা এত কিছু থাকতে কুমির নিয়া লেখলা, ভাল কথা...... তুমি গরু নিয় রচনা লিখা আন...... কিছুক্ষন পর ছাত্র লেখা শেষ করে ফিরে আসল। এবার তার খাতায় লিখা.................. "গরু একটি গৃহ পালিত পশু, ইহার চারটি পা, একটি লেজ , ও দুটি শিং আছে।

আমাদের একটি গরু ছিল, একদিন সে নদীর ধারে ঘাস খেটে গেল, হঠাৎ করে একটি কুমির এসে তাকে খেয়ে ফেললো। কুমির একটি কদাকার প্রাণি, ইহার একটি মাথা চারটি পা এবং একটি লেজ আছে । কুমিরের সারা দেহ খাজ কাটা খাজ কাট...................................." শিক্ষক তো পরলেন মহা বিপদে, এই ছেলে সব যায়গায় কুমির নিয়া আসতেসে, বললেন তুমি এক কাজ কর কালকে পলাশীর যুদ্ধ নিয়ে রচনা লিখা আনো......... পরের দিন ছাত্র লিখে আনলো, " ১৮৫৭ সালে পলাশীর যুদ্ধ হয়েছিল, এ যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার কাছে ইংরেজদের পরাজয় ঘটত, কিনতু নবাব সিরাজউদ্দৌলার মিরজাফরকে সেনাপতি নিযুক্ত করে খাল কেটে কুমির ডেকে আনলেন। কুমির একটি কদাকার প্রাণি, ইহার একটি মাথা চারটি পা এবং একটি লেজ আছে । কুমিরের সারা দেহ খাজ কাটা খাজ কাট...................................." যাই হোক এত কিছু লেখার উদ্দেশ্য হল, আমাদের দেশে কিছু বুদ্ধিজীবি আছেন, যাদের কাজ হচ্ছে যতো কিছুই হোক, সব কিছুকে এক স্থানে এনে ফেলা।

আমাদের উচিৎ এসব লোকদের কথা না শুনে নিযের বুদ্ধি বিবেক দিয়ে কাজ কর।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।