আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনায় বিনোদিনী বাস্তবে অন্যের শয্যাশঙ্গিনী

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!

তুমি ও তো কারো না কারো বিনোদিনী কারো অর্থের কাছে নতুবা ভালোবাসায় তুমি লাল হয়ে আছ আমার কথা শুনে অভিমান হলে নারীরা লাল হয় সুখের সুখানুভূতিতেও পুরুষরা লাল হয় না নারীর মাঝে খোজে নীল গাড় নীল তুমি ও তো কারো না কারো শয্যাশঙ্গিনী কারো অর্থের কাছে নতুবা ভালোবাসায় ভালোবাসার সংখ্যা আজ বড় কম অর্থ ছাপিয়ে গেছে ভালোবাসার নীল দেয়াল বনিকেরাই পদ দলিত করে বেকারের ভালোবাসা তারপরো তোমরা বনিকেরই শয্যাশঙ্গিনী আর আমাদের কল্পনায় বিনোদিনী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।