আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের সন্ধ্যায় বৃষ্টিতে সুন্দর আমি...

তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে...

আমার প্রিয় দোস্ত ফয়সাল গতকাল আমার সাথে দেখা করতে সাভার এসেছিলো। আমার অনেক প্রিয় স্মৃতিসৌধে এসেছিলো ও। সারাটা বিকাল একসাথে বসে গল্প করেছি। ফুচকা-চটপটি খেয়েছি। আমার গল্পে কতো কতো বিষয় ছিলো।

ক্রিকেট। বাংলা ছবি। মুক্তিযুদ্ধ। গল্প। কবিত।

প্রেম। আরো কতো কী... সন্ধ্যা যখন পুরোপুরি এসে পড়েছিলো। ঠিক তখনই ফয়সাল চলে গেছে। আমি ওকে গাড়ীতে ওঠিয়ে চলে এসেছি আমার প্রিয়ে ছোট্ট রুমে। আসার পথে ভিজেছি প্রিয় বৃষ্টিতে।

ঝুম বৃষ্টিতে। চৈত্রের সন্ধ্যায় কতোদিন পরে যে বৃষ্টিতে ভিজলাম বলতে পারবোনা। বলতে পারবোনা- চৈত্রের বৃষ্টিতে ভেজার আনন্দের কথাও। তা ছাড়া বলা কি আদৌ সম্ভব! এ আনন্দ তো কেবলই অনুভবের বিষয়। গভীরভাবে।

একেবারে হৃদয়ের গভীর থেকে। বৃষ্টিতে ভিজে ভিজে আমার লম্বা চুল বারবার চোখের উপর-নাকের উপর চলে আসছিলো। আমাকে খুব সুন্দর লাগছিলো তখন- বোধহয়!!! আসলে বৃষ্টিতে সবই কেমন যেনো সুন্দর হয়ে উঠে। তখন আমার চুল এবং আশপাশের প্রকৃতি যে সুন্দর- অসম্ভব সুন্দর হয়ে উঠবে, এ আর অবাক হওয়ার কী... বৃষ্টি আজও আবার আসুক। কালও আসুক।

প্রতিদিনই আসুক... আমি যাতে প্রতিদিনই অসম্ভব সুন্দর থাকি। তাতে অন্তত "ভালো থাকা"র কষ্টটা আমাকে করতে হবেনা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।