আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের ঝড়ে

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....

চৈত্রের ঝড়ে ভেঙেছে আমার ভালবাসার ঘর কলা গাছের কতি পাতার মত ছিড়ে ছিন্ন ভিন্ন আমার হৃদয়। আমি ফেরারী আসামীর মত বহুদিন পর ফিরতে চেয়েছি নিজের ঠিকানায়, চুপি সারে এসেছি দেবদারু বনে একদল মশার সাথে অহেতুক রাত্রি যাপন। ঘরের টানে বাড়ি ফেরা নয়তো পালিয়ে থাকতে থাকতে আমি ক্লান্ত। আমিহীন ঘরের চালে খসে গেছে ছন, খুলেছে বাঁধন। আয়োজনহীন চৈত্রের ঝড়ে দাড়িয়ে ছিলাম খুটি ধরে চোখের পলকে, বিজলী চমকে আলোর স্ফুরণ। শরণাথীর মত দাড়িয়ে পড়লাম খোলা আকাশের নিচে, একান্ত একা ঘরে ফেরার তাগাদা ফুরোই বাড়ে শুধু কষ্টের অনুরণ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।