আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের মত তুমি



চৈত্র মাসের এই শেষ দিনগুলিতে
হঠাৎ মেঘ, হঠাৎ দমকা বাতাস,
বৃষ্টি কিম্বা বজ্রপাত।

এমনি কোন ঘন কালো রাতে
বজ্রপাতের হঠাৎ আলোতে
তোমাকে বুঝি দেখেছি এক ঝলক।

কাল কি হবে দেখা, শেষ চৈত্রে !
দিনের কিম্বা বজ্রপাতের আলোতে !!
এই চৈত্রে কখনো মেঘ, কখনো রৌদ্র-মাখা।

চৈত্রের মত বুঝি তুমি----
দেখা হবে হঠাৎ কখনো, কোথাও
মেঘ, বৃষ্টি হয়ে কখনো রৌদ্র-ছায়ায় মিশে।।


( আজ বিকালে এই ঢাকার আকাশে এই চৈত্রে সত্যি মেঘ বৃষ্টি দেখা দিল )

সোর্স: http://prothom-aloblog.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।