আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের অস্থিরতা

চৈত্রের অস্থিরতা
- যাযাবর জীবন

শীত পুড়ছে ধুলো উড়ছে ফাগুন শেষে
গরম উড়ছে লু হাওয়ায় চৈত্র রাতে
অন্ধকারের আস্তর পড়ে আছে চাঁদের ওপর
অমাবস্যার রাতে জ্যোৎস্না খোলেনি চাদর
আগুন লেগেছে বসন্তের গায়ে
অপেক্ষার প্রহর গোনে বৈশাখী ঝড়;
কষ্ট ছাড়া যদি অশ্রু ঝরাতে পারিস
কিংবা মিঠেপানির কান্না
অথবা অমাবস্যায় জ্যোৎস্না
আরো না হয় সহজ করে দিলাম তোকে-
চুপি চুপি কানে কানে ভালোবাসার কথা বলে যাস
আমার সাথে কাঁটার বিছানায় শুয়ে;
আর না হয় -
দূরত্বতেই বাঁধা হলো ভালোবাসার ঘর।

চৈত্রের অস্থির গরমে, একটি অস্থির প্রশ্ন
এলোমেলো করে তোলে, মন অস্থির করে;
খুব প্রায়ঃশই জিজ্ঞাসা করি নিজেরে নিজে
ভালোবেসেছিলাম যাকে একদা ভুলে
সে কি মানুষ না মৌন-বৃক্ষ ?
ভাবতে হবে, নতুন করে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।