আমাদের কথা খুঁজে নিন

   

চৈত্রের কবিতা

নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে

১. তোমার বিচ্ছেদে কাঁদিনি আমি কেঁদেছে হৃদয় পুকুর হু হু করে মন জলের আশায় আমি তবু চৈতী দুপুর! ২. দুজনে বসে আছি এত কাছে তবু যেন কতদুর দুর পেরোলেই কি উঠবে বেজে মোহন কোনো সুর! ৩. আজ আছি কাল যদি না থাকি ভালোবাসা দেবার আধার অনেক পাবে ঘৃণা জানাবার ঠাঁই একটিও রবে না বাকি! ৪. দু:খ রাতে যাহার সাথে মনের পটে কাব্য আঁকাআঁকি আলতো হাতে সলতে জ্বেলে মনের মায়ায় স্বপ্ন দেখাদেখি সেকি আমার মনের কোনে কোনো দু:খ রঙের পাখি! ৫. বুকের মধ্যে শান্ত নদী ঢিল ছুড়ো না কেউ এই বুকেতে লুকিয়ে আছে বিক্ষুদ্ধ সব ঢেউ! ৬. তোমার জন্যেই ফুটেছিলাম তোমার জন্যেই ঝরে যাবো!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।