আমাদের কথা খুঁজে নিন

   

এরা কী এগুলা বুইঝা করে?

ami ek jajabor

অনেক বছর আগে ডিপ্লোমা গুড়া দুধের একটা বিজ্ঞাপন দেখানো হইত টেলিভিশনে। বিজ্ঞাপনের শেষ ক্যাচ লাইন ছিল ‌'দুধের সেরা দুধ-ডিপ্লোমা'। বিজ্ঞাপনের বিষয় ছিল কমবয়সী এক মা তার সন্তানকে ডিপ্লোমা দুধ পান করান তার সুস্বাস্থ্যময় ভবিষ্যতের কথা চিন্তা করে। বিজ্ঞাপনের শেষ শটে দেখা যায় বাচ্চা গ্লাসে করে দুধ পান করছে। পেছনে রকিং চেয়ারা বসে মা দোল খাচ্ছে।

মাকে ঝাপসা দেখা যাচ্ছে। পরনে টিশার্ট। পর্দার এক কোনায় ঝাপসা কিন্তু ক্লোজ দেখা যাচ্ছে মায়ের চরিত্রে অভিনয়কারী মডেলের বক্ষের সাইডভিউ। তখন আবহ কণ্ঠ ‌'দুধের সেরা দুধ-ডিপ্লোমা'। বিষয়টি স্পর্শকাতর, প্রকাশ্যে কিছু বলা যায় না।

তাই পুরুষেরা মুচকি মুচকি হাসতেন সেসময়। ২০১০। পত্রিকায় আড়ং দুধের বিজ্ঞাপনটা দেখেন। প্রাপ্ত বয়স্ক এক তরুণী ফুটবল প্র্যাকটিস করছে। স্বাভাবিকভাবে তার উন্নত বক্ষ দৃশ্যমান।

বিজ্ঞাপনের ভাষা হচ্ছে 'রেডি হচ্ছে বাংলাদেশ খাঁটি দুধের অঙ্গীকার নিয়ে রেডি আমরাও' দুষ্ট পুরুষের মন এ বিজ্ঞাপনে বিশেষ মেসেজ খোঁজে... স্বাভাবিক। কিন্তু ভাইবা দেখেন, দুধের টার্গেট কনজু্মার গ্রুপ তো বাচ্চারা। প্রমীলা ফুটবলেও বাংলাদেশ এমন কিছু করতে পারে নাই। তাই দুধের বিজ্ঞাপনে ফুটবল নিয়ে, তরুণীর বক্ষ সৌন্দর্য বিশেষভাবে তুলে ধরা কেন? বিজ্ঞাপনে নারীকে পণ্য হিসেবে ব্যবহার করা হয়। এত বড় নারীবাদী কথা বলব না।

ধরি নারীর সৌন্দর্যকেই তুলে ধরা হয় বিজ্ঞাপনে। প্রফেশনালি। কিন্তু 'স্যার'-এর সোশাল বিজনেসের এই বিজ্ঞাপনটি কি বিশেষ প্রণোদিত না? ডিপ্লোমার সেই বিজ্ঞাপনে তারও আন্ডাবাচ্চা ছিল। এটায় কি আছে? মেসেজটা কী? এইসব কি এই ‌'স্যার' আর তাদের ক্রিয়েটিভ সেল বুইঝ্যা করে? আর কোথায় সেই নারীবাদী পক্ষরা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.