পালোয়ানের প্রলাপ ১,
গভীর রাতে ঘুমের মাঝেও চমকে উঠি,
স্বপ্ন ভেঙে থমকে উঠি, তোমার কথা ভেবে।
চোখের কোণে ক'ফোঁটা অশ্রু আর-
হৃদয়ে অসীম শূণ্যতা নিয়ে ডুকরে উঠি।
২,
আমি সেই কবে মরে গিয়েছি,
এ্যদ্দিনে আমাকে সবার ভুলে যাবার কথা।
কিন্তু বৃষ্টির দুটো ফোঁটা কী ভেবে আমাকে স্মরণ করলো!
...ওরাও ভুল করে আমার মতই।
আমিও ভুল করেছিলাম, নিজেকে খুন করেছিলাম।
জোর করে ভালবাসাকে ভুলে মৃতমনা হয়েছিলাম।
তবে আজ বৃষ্টিস্পর্শ ক্যানো আমায় জাগাতে চাইছে?
ক্যানো আবার সে ভুল করছে?
৩,
ঘুমে আমার চৌক্ষু কড়কড়ায়
হেরপরেও চাইয়া থাকি সখী।
পীরিতে আমার বুক ধড়ফড়ায়
হেরপরেও প্রেমে বাইন্ধা রাখি।
৪,
স্বপ্নে তোমার আসার কথা ছিলো।
স্বপ্নেও তুমি আসোনি।
স্বপ্নে এলেও কি খুব ক্ষতি হতো?
বোনাসঃ
"আমি জন্ম থেকেই সিঙ্গেল,
কিন্তু জীবন আমার আমৃত্যু প্রেমিকা। " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।