আমাদের কথা খুঁজে নিন

   

বোঝার ওপর শাকের আঁটি



সঞ্চিতা সীতু: রাজধানীবাসীকে এবার লোডশেডিংয়ের সঙ্গে বাড়তি যন্ত্রণা হিসেবে সহ্য করতে হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সমস্যা। এ সমস্যার কারণে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। গতকাল ঢাকায় লোডশেডিংয়ের পাশাপাশি এই রিলে সমস্যার কারণে উলন, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, বাসাবো, মুগদা, নারিন্দা, শ্যামপুর, লালবাগসহ অনেক এলাকায় সারাদিনই বিদ্যুৎ আসা যাওয়ার খেলা চলেছে। বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৫০ হার্টজ ফ্রিকোয়েন্সিতে। যখন সাবস্টেশন তার ক্যাপাসিটির চেয়ে কম বিদ্যুৎ পায় তখন এই ফ্রিকোয়েন্সি কমতে থাকে।

ফ্রিকোয়েন্সি কমতে থাকলে জেনারেটরসহ সব ধরনের যন্ত্রপাতির ¶তি হয়। এমনকি গ্রিড বিপর্যয়ও ঘটতে পারে। এই ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার সময় আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে ¯^য়ংক্রিয়ভাবে সাবস্টেশনের সুইচ বন্ধ করে দেয়। সারাদেশে মোট ৮০টি সাবস্টেশনে এই রিলে বসানো আছে। যার মধ্যে ঢাকাতেই আছে ১২টি।

গতকাল ঢাকার তালতলা-১, তালতলা-২, খিলগাঁও, গোড়ান সাবস্টেশন, নারিন্দার কুমারটুলি ১, কুমারটুলি ২ সাবস্টেশন, লোকাল ট্রান্সফরমার ১ ও ২নং, লালবাগ ১ ও ২নং সাবস্টেশন, শ্যামপুরের প্রাইম টে·টাইল ও ফতুল্লা সাবস্টেশনের অধীন এলাকাগুলোতে প্রায় সারাদিনই বিদ্যুৎ ছিল না। এসব এলাকার গ্রাহকেরা আমাদের সময় অফিসে টেলিফোন করে জানান, গত সোমবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সব মিলিয়ে সারাদিন এক ঘণ্টাও বিদ্যুৎ পাননি তারা। ১০ মিনিট থাকলে ২০ মিনিট ছিল না। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতাউল মাসুদ বলেন, গতকাল সকালে ঢাকার মোট চাহিদা ছিল ৮৫৮ মেগাওয়াট বিদ্যুৎ।

এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া গেছে ৬০৭ মেগাওয়াট। এ কারণে প্রায় আড়াইশ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। এছাড়া যেসব এলাকায় আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে আছে সেসব এলাকায় বিদ্যুতের সমস্যা আরো বেশি হয়েছিল। ডিপিডিসি সূত্র জানায়, এই রিলেগুলো সরিয়ে নেয়ার জন্য পিজিসিবির কাছে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়েছে।

পিডিবি জানায়, গতকাল সারাদেশে ৫ হাজার ১০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৩ হাজার ৯০০ মেগাওয়াট। গত সোমবার রাতে হরিপুর ৩৬০ মেগাওয়াট ও হরিপুর এনইপিসি (১৫০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র দু’টি যান্ত্রিক সমস্যায় হঠাৎ করে বন্ধ হয়ে গেলেও গতকাল দুপুর নাগাদ চালু হয়েছে। ফলে সোমবার রাতে লোডশেডিং বেশি ছিল। সকালে তা ঠিক হয়ে যায়। সঞ্চিতা সীতু: রাজধানীবাসীকে এবার লোডশেডিংয়ের সঙ্গে বাড়তি যন্ত্রণা হিসেবে সহ্য করতে হচ্ছে আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে সমস্যা।

এ সমস্যার কারণে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। গতকাল ঢাকায় লোডশেডিংয়ের পাশাপাশি এই রিলে সমস্যার কারণে উলন, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, বাসাবো, মুগদা, নারিন্দা, শ্যামপুর, লালবাগসহ অনেক এলাকায় সারাদিনই বিদ্যুৎ আসা যাওয়ার খেলা চলেছে। বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ করা হয় ৫০ হার্টজ ফ্রিকোয়েন্সিতে। যখন সাবস্টেশন তার ক্যাপাসিটির চেয়ে কম বিদ্যুৎ পায় তখন এই ফ্রিকোয়েন্সি কমতে থাকে। ফ্রিকোয়েন্সি কমতে থাকলে জেনারেটরসহ সব ধরনের যন্ত্রপাতির ¶তি হয়।

এমনকি গ্রিড বিপর্যয়ও ঘটতে পারে। এই ফ্রিকোয়েন্সি কমে যাওয়ার সময় আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে ¯^য়ংক্রিয়ভাবে সাবস্টেশনের সুইচ বন্ধ করে দেয়। সারাদেশে মোট ৮০টি সাবস্টেশনে এই রিলে বসানো আছে। যার মধ্যে ঢাকাতেই আছে ১২টি। গতকাল ঢাকার তালতলা-১, তালতলা-২, খিলগাঁও, গোড়ান সাবস্টেশন, নারিন্দার কুমারটুলি ১, কুমারটুলি ২ সাবস্টেশন, লোকাল ট্রান্সফরমার ১ ও ২নং, লালবাগ ১ ও ২নং সাবস্টেশন, শ্যামপুরের প্রাইম টে·টাইল ও ফতুল্লা সাবস্টেশনের অধীন এলাকাগুলোতে প্রায় সারাদিনই বিদ্যুৎ ছিল না।

এসব এলাকার গ্রাহকেরা আমাদের সময় অফিসে টেলিফোন করে জানান, গত সোমবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সব মিলিয়ে সারাদিন এক ঘণ্টাও বিদ্যুৎ পাননি তারা। ১০ মিনিট থাকলে ২০ মিনিট ছিল না। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আতাউল মাসুদ বলেন, গতকাল সকালে ঢাকার মোট চাহিদা ছিল ৮৫৮ মেগাওয়াট বিদ্যুৎ। এর বিপরীতে বিদ্যুৎ পাওয়া গেছে ৬০৭ মেগাওয়াট।

এ কারণে প্রায় আড়াইশ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। এছাড়া যেসব এলাকায় আন্ডার ফ্রিকোয়েন্সি রিলে আছে সেসব এলাকায় বিদ্যুতের সমস্যা আরো বেশি হয়েছিল। ডিপিডিসি সূত্র জানায়, এই রিলেগুলো সরিয়ে নেয়ার জন্য পিজিসিবির কাছে চিঠি দেয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়েও চিঠি দেয়া হয়েছে। পিডিবি জানায়, গতকাল সারাদেশে ৫ হাজার ১০০ মেগাওয়াটের চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে ৩ হাজার ৯০০ মেগাওয়াট।

গত সোমবার রাতে হরিপুর ৩৬০ মেগাওয়াট ও হরিপুর এনইপিসি (১৫০ মেগাওয়াট) বিদ্যুৎকেন্দ্র দু’টি যান্ত্রিক সমস্যায় হঠাৎ করে বন্ধ হয়ে গেলেও গতকাল দুপুর নাগাদ চালু হয়েছে। ফলে সোমবার রাতে লোডশেডিং বেশি ছিল। সকালে তা ঠিক হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.