আমাদের কথা খুঁজে নিন

   

শচীনের দ্বিগুন শতক আর সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাকে যদি বলা হয় ‘কারুকাজের শেলফ’।

জীবন একটাই; জীবনের জয় অনিবার্য..

শচীন টেন্ডুলকার আর গত কাল-যেন এক ইতিহাস। ইতিহাস গোয়ালিয়রের ক্যাপ্টেন রুপ সিং স্টেডিয়ামও। আন্তর্জাতিক ক্রিকেটে এই সেৌরজগতে দ্বিগুন সেঞ্চুরির উদযাপন এ প্রথম! সেঞ্চুরি তিনি নিজে করেছেন ৯২ বার। কিন্তু কালকের সঙ্গে তুলনা চলে না আর কিছুর। ক্রিকেট ইতিহাসের ২৯৬১টি ওয়ানডে ম্যাচে যে ঘটনা ঘটেনি, ওয়ানডে খেলা বাকি ১৮৭৪ জন ক্রিকেটার যা পারেননি, সেই চূড়ায় পা রাখলেন তিনি। টেন্ডুলকার ছুঁয়ে ফেললেন ওয়ানডের চার দশকের ইতিহাসে অসূর্যম্পশ্যা হয়ে থাকা সেই রেকর্ড। সংবাদপত্রের প্রথম পৃষ্ঠাকে বলা হয় ‘কারুকাজের শেলফ’। চলুন দেখে আসি ভারতীয় কিছু দৈনিক পত্রিকার আজকের কাভারেজ!মন্তব্য জানাবেন, যদি সম্ভব হয়, ইচ্ছা থাকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।