আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে মাওবাদী হামলায় কংগ্রেস নেতাসহ নিহত ২৫

শনিবার ভারতের মধ্যাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ের প্রধান শহর রায়পুরের ৩৪৫ কিলোমিটার দক্ষিণে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি ও বিবিসি অনলাইন।
এনডিটিভি জানায়, সাধারণ পোশাক পড়া প্রায় ২৫০ জন মাওবাদী কংগ্রেস নেতাদের একটি গাড়িবহর লক্ষ্য করে হামলা চালায়। হামলায় রাজ্য কংগ্রেসের প্রধান নন্দ কুমার পাটেল, এবং জ্যেষ্ঠ নেতা মহেন্দ্র কর্মাসহ ২৫ জন নিহত হয়।
হামলার পর থেকে প্যাটেল নিখোঁজ ছিলেন। রোববার সকালে হামলাস্থলের কাছ থেকে তার মৃতদেহ পাওয়া যায়।


রাজ্য কংগ্রেসের মুখপাত্র রাজেশ বিশ্ব জানান, নন্দকুমার প্যাটেলের ছেলেকেও মাওবাদীরা অপহরণ করে নিয়ে যায়। তারও মৃহদেহ পাওয়া যায় সকালে। হামলায় সাবেক পার্লামেন্ট সদস্য উদয় কুমার মুদালিয়ারও নিহত হন।
সুকমা থেকে জগদলপুরের দিকে রওনা দেয়া গাড়িবহরটির সঙ্গে থাকা ২০ পুলিশসহ ৩২ জন আহত হয় হামলায়।
নিহত কংগ্রেস নেতা মহেন্দ্র কর্মা মাওবাদীদের বিরু্দ্ধে আন্দোলনের নেতৃত্বে ছিলেন।

কংগ্রেস ক্ষমতায় থাকার সময় তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নিরাপত্তা রক্ষায় ৩০ জন পুলিশ নিয়োজিত থাকতো।
পুলিশ জানায়, স্থলমাইনের বিস্ফোরণ ঘটানোর পর বহরটি লক্ষ্য করে গুলিবর্ষণ করে হামলাকারীরা।
জগদলপুরে হাসপাতালে চিকিৎসাধীন এক কংগ্রেস কর্মী জানান, মাওবাদীরা দুটি গাড়ি উড়িয়ে দেয় একং আধা ঘণ্টা ধরে একটানা গুলি চালায়।
কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী শনিবার রাতে রাজধানী রায়পুরে পৌঁছে আহতদের দেখতে হাসপাতালে যান।


তিনি বলেন, "এটা কংগ্রেসের উপর আঘাত নয়, বরং গণতন্ত্রের উপর আঘাত। আমরা এ ধরণের আঘাতে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাব। "
এটিকে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দুজনেরই রোববার ছত্তিশগড়ে যাওয়ার কথা রয়েছে।
রাজ্যের কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, রাজ্যের বিজেপি সরকার মাওবাদীদের হূমকি সত্ত্বেও কংগ্রেস নেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেয়নি।

ভারতের ৬’শটি জেলার মধ্যে এক-তৃতীয়াংশ এলাকায় মাওবাদীরা সক্রিয়। গরিবদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে মাওবাদীদের দাবি।
সম্প্রতি মাওবাদীদের সবচেয়ে বড় আভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি বলে বর্ণনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.