আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত্‍ বৃষ্টি

কথা বলতে চাই। আমার। আমাদের। হয়তো পারবো, হয়তো পারবোনা। চেষ্টা করতে তো দোষ নেই কোনো; দেখাই যাক শেষ পর্যন্ত কি দাড়ায়..!!

ঘোর ধূলিঝড়, ঠান্ডা মিলে, বৃষ্টি এবং শক্ত শীলে- বেশ কুপোকাত; সদ্য ফিরে ঘরে- দেখছি ফিরে গল্পগুলি; সাধ্য কী এই বিকেল ভুলি! ভাবছি ওদের লিখবো কেমন করে ?! রাস্তাজুড়ে বৃষ্টি ভিজে ওড়া, কিংবা পথে ছপছপিয়ে দৌড়; যায় কি লেখা মনের অনুভূতি? জগত ভুলে হঠাত্‍ চেচাঁন, ইচ্ছেমতোন রাস্তা প্যাঁচান, না'ই লিখলাম; কি-ই বা তাতে ক্ষতি?! চলার পথের হর্ষধ্বনি, বের হওয়া সব চোথের মনি, রাস্তা মাপা মানুষগুলোর চমক মাখা হাসি- বৃষ্টিঘেরা চাদরখানি, ঝাপসা চোখ আর তীক্ষ্র পানি, যায় কি বলা কত্ত ভালোবাসি?!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.