আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত্ বড় হয়ে গেলাম

আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি

নিচের লেখাটি আমার বন্ধু আনিস মাহমুদের। প্রয়াত ব্লগার মুহম্মদ জুবায়েরের ছোট ভাই। যার কথা আমি আজকে আমার আরেকটি লেখায় জানিয়েছিলাম। মুহম্মদ জুবায়েরের মা আজ বিকেলে বগুড়া থেকে ঢাকা এসে পৌঁছেছেন। খালাম্মার খবর নেবার জন্য ফোন করে জানতে পারলাম আনিস ভাই একটু আগে সচলায়তন ব্লগে একটি লেখা দিয়েছেন ঊনার ভাইকে নিয়ে।

স্বভাবতই সাথে সাথেই লেখাটি পড়লাম, চোখের পানি রাখতে পারলাম না.........। মনে হলো, আমার প্রিয় ব্লগেরদের সাথে একটু শেয়ার করি হঠাত্ বড় হয়ে গেলাম[/su লিখেছেন আনিস মাহমুদ (তারিখ: শুক্র, ২০০৮-০৯-২৬ ০০:০৫) ভাই, আজ সকালে আমি হঠাত্ করে বড় হয়ে গেলাম। তোমার চলে যাওয়া আমাকে বড় করে দিল। আমি কিন্তু দিব্যি ছিলাম তোমার ছায়ার নিচে... দায়-দায়িত্ব তো সব বড়র। মেজ হিসেবে ফায়দা নিচ্ছিলাম বেশ।

এই সুখ দেখে 'দাঁড়া, ফায়দা নেয়া দেখাচ্ছি' বলে তুমি পিঠটান দিলে। এটা কি তোমার ভালমানুষি হল? কেমন ভালমানুষ তুমি যে, তোমার দায়িত্ব আমায় গছিয়ে দিয়ে কেটে পড়লে? জান তুমি, আজ সকালে বড় হয়ে যাবার পর থেকে কত বিষয়ে কত সিদ্ধান্ত আমাকে দিতে হয়েছে? আর সব সিদ্ধান্ত তোমাকে নিয়েই। আমি তো জানিই না এ-সব সিদ্ধান্ত কী করে নিতে হয়। কঠিন যত সিদ্ধান্ত সব তুমিই তো নিতে, আমি শুধু পালন করতাম, আর না হলে পণ্ডিতি জাহির করার জন্য সেগুলোর ভুল ধরতাম। আমি তো আর ছোট্টটি রইলাম না।

এখন তো আমি বড়। সকলেই আমার দিকে তাকিয়ে থাকবে বায়না নিয়ে, প্রত্যাশা নিয়ে, আর না হয় ভুল ধরার জন্য- এতদিন আমি যা যা করেছি। আর শুধুই কি তাই? বলা যায় না, কয়েক বছর পর আমার বয়স তোমার চেয়েও বেড়ে যেতে পারে। তখন কিন্তু তোমাকে আর মানব না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.