আমাদের কথা খুঁজে নিন

   

হঠাত্‍ পাওয়া ভালবাসা

লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা প্রচন্ড জ্বর নিয়েই কাজ করতে থাকে রিয়াজ । পিসির ফ্রন্ট গুলোকেমন যেন ঝাপসা হয়ে আসছে । রিয়াজ বুঝতে পারছে তার পক্ষে কাজকরা সম্ভব না । তাই তাড়াতাড়ি একটা পেইন কিলার খেয়ে শুয়ে পড়লো । গাঁয়ে জ্বর আবার দুই দিনের মধ্যে এসাইনমেন্ট জমা দিতে হবে ।

কি করবে বুঝতে পারছে না রিয়াজ । কিংকর্তব্যবিমূঢ় হয়ে ভাঙা খাটটায় শুয়ে আছে । শুয়ে শুয়ে ভাবছে কাকে দিয়ে কাজটা করানো যায় ! তারেক , আরাফাত,উচ্ছ্বাস একের পর একনাম মাথায় আসতে লাখলো রিয়াজের । শেষপর্যন্ত রিয়াজ উচ্ছ্বাসকে দিয়ে কাজটা করাবে বলে সিদ্ধান্ত নিলো । আসলেই , বন্ধুরা আছে কোন দিনের জন্য ! উচ্ছ্বাসকে ফোন দেওয়ার জন্য মোবাইল খুঁজতে গিয়েই মনে পড়লো মোবাইলটা আম্মার ঘরে ।

বাইরে গেলেই হেডফোনের একটা প্ল্যাগ কানে লাগানো থাকে আর হেভীমেটালের গান বাজতে থাকে । এমন কয়েকটা গানও আছে যা শুনলে মনে হবে গায়ককে মুগুর দিয়া পিটাচ্ছে। বাসায় আসলেই চার্জ দিতে হয় মোবাইলটা । এখন আম্মার ঘরে গেলেই কিছু বয়ান শুনতে হবে আর আরামের শুয়াটাও নষ্ট হবে । এই ভেবে রিয়াজ রিফাতকে ডাক দেওয়ার সিদ্ধান্ত নেয় ।

রিফাত রিয়াজের ছোট ভাই , চরম বান্দর আর অসম্ভব মেধাবী একটা ছেলে । > রিফাত , আমার মোবাইলটা দে তো । > its quiet impossible for me to উইঠ্ঠা গিয়া মোবাইল আনোন । > ইংলিশ মারো , উইঠ্ঠা আইলে উশ্টা দিয়া বাইরে ফালাইয়া দিমু । > কপাল খালি আমারে উশ্টা , দিতাছি ।

> ইহাই তোমার জন্যে মঙ্গল জনক , বাছা । > নাও , এখন কোন মাইয়ার সাথে কথা কইবা ? > যা ফুট , মাইয়া পাইনের লগে কথা কওয়নের টাইম নাই । > হঅ হঅ , আমি সবঅই জানি । > লাথি দিয়া চাঁফার দাঁত ফালাইয়াদিমু । যদিও রিয়াজ জানে লাথি দিয়ে চাপার দাঁত ফেলা সম্ভব না তবুও বৃথা চেষ্টার কল্পপা করা ।

উচ্ছ্বাসের নাম্বারে কল দেওয়ায় সুকন্ঠী মেয়ে বলে br /> "আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মূহর্তে বন্ধ আছে । আপনি যদি টেলিটক গ্রহক হয়ে থাকেন তাহলে ভয়েস এসএমএস পাঠাতে পারেন । " ইশ্ কি মিষ্টি কন্ঠ ! যদি প্রেম করতে পারতাম ! আমি তো উচ্ছ্বাসকে না তোমাকে এসএমএস পাঠাতে চাই । মনে মনেই ভাবে রিয়াজ । ভাবতে ভাবতে কল্পনার রাজ্যে চলে যায় ।

সেখানে রিয়াজ আর সুকন্ঠী মেয়েটা পার্কে বসে বাদাম খাচ্ছে , রিকশায় ঘুরে বেড়াচ্ছে , হাত ধরে রাস্তায় হাটচ্ছে ..........| কিন্তু মেয়েটার চেহারা দেখা যাচ্ছে না । যতবার চেষ্টা করছে ততবারই মুখ লুকিয়ে নিচ্ছে । রিয়াজ বিড় বিড় করে বলতে থাকে - "ওগো সুকন্ঠী , তোমারচাঁদ বদনখানি দেখিয়ে ধন্য করো আমায় , আলোকিত করো আমায় । " হঠাত্‍ , nokia tune টা বেঁজে ওঠলো । মোবাইল স্কিনে ভেসে ওঠলো br /> RIA is calling > হ্যালো ।

>হ্যালো , তুমি কই ? > আসমানে পরীদের সাথে ডেইটে আছি । > তাড়াতাড়ি নেমে এসেবাগিচাগাঁও আসো । > এসাইনমেন্ট করতেছিলাম । > আমারটা শেষ , তোমার বাকীটা আমি করে দিবোনে । > কত্ত ভালো তুমি ! > কাজ করে দিলো তো ভালো হবোই ।

> হুহ , আমি মনে হয় কোন কাজ করে দেয় না ? > দাও , তবে অপ্রয়োজনীয় কাজই বেশি করো । > ও আচ্ছা , তাই না ? আর তোমার কোন কাজ করে দিলে আমার নাম রিয়াজ না । > তাড়াতাড়ি অন্য নাম খোঁজো । দাড়িয়ে আছি তো...... জ্বরটাও কিছুটা কমে গেছে । তাই না করলো না ।

তারা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছে কিন্তু কারও মুখে কোন কথা নাই । নিস্তবধতা ভাঙানোর সিদ্ধান্ত রিয়াজই নিলো । > এখন বলো , আমার তলব কেন পড়লো ? >বিশেষ কোন কারণ নাই । এমনেই ঘুরতে মন চাইলো তাই ডাকলাম । > ইদানিং বেশি ফাজিল হয়ে গেছো তুমি | > আমি ফাজিল না তুমি ফাজিল | এই গরমে তর্ক করার কোন ইচ্ছা না থাকায় কথা না বাড়িয়ে রিয়াজচুপ করে থাকলো | > আসলে একটা কথা বলার জন্যে তোমাকে ডেকেছি | > তো আপনি এতক্ষণ পেটের ভিতর রাখলেন কেন ? > বলি ? > আরে অনুমতি নেওয়ারকি আছে! > আচ্ছা , শোন একটা ছেলে একটা মেয়েকে ভালবাসে ।

কিন্তু ছেলেটা বুঝে না । > না জানাইলে বুঝবে ক্যামনে ? > আরে আগে শুনোই না । > এসব ফালতু গল্প শোনানোর জন্যে আমাকে ডাকসো ? > ওই জানো , আমি যে তোমাকে ভালবাসি । কিছুটা রাগান্বিত স্বরেই বললো রিয়া । পৃথিবীতে কখনও কেউ মনে হয় এভাবে প্রোপজকরে নি ।

রিয়াজ অবাক হয়ে হা করে তাকিয়ে আছে রিয়ার দিকে । যে ছেলেটা কোন মেয়ের দিকে তাকালে মেয়ে বাসায় গিয়ে গোসল করতো , ওই ছেলেকে আবার কোন মেয়ে ভালবাসতে পারে ! সিগারেটটার দিকে খেয়ালই নেই রিয়াজের । তার হঠাত্‍ পাওয়া ভালবাসা হঠাত্‍ই যেন মিলিয়ে গেছে আকাশে । কত সুন্দরই না ছিলো তাদের পূথিবী । বিধাতার বিধি তাদের সুন্দর থাকতে দেয় নি ।

রিয়া চলে গেছে না ফেরার দেশে । আর রিয়াজ যেন জীবিত থেকেও মৃত । কোন এক বিবর্ণ বিকেলে সিগারেটের ধোঁয়া উড়ে যাচ্ছে গাঁ ঘেষে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.