আমাদের কথা খুঁজে নিন

   

ভোলার চর ফ্যশন

পথের প্রান্তে আমার তীর্থ নয় ,,,,,পথের পাশেই আছে মোর দেবালয়
একবার ঈদের ছুটিতে কোথায় যাই কোথায় যাই ভাবছি,তখন ঠিক হলো ভোলা যাব। যদিও পরিচিত কেউ নেই এটাই আমার ভালোলাগে। কোন অবলিগেশন নেই কিচ্ছু না নিজের মত ঘোরো। খুব ভোরে লন্চ থামলো ঘাটে, সার্কিট হাউস আগেই বুক করা ছিল সেখানেই উঠলাম। আমার স্বামী ছেলে এবং আমার বোন ও তার ১ছেলে ১মেয়ে।

১টা মাইক্রোবাস ভাড়া করা হলো ৩০০০টাকা দিয়ে আমরা চর ফ্যাশন যাবো। ভোলা দ্বীপ টা লম্বাটে,এক মাথায় লন্চ ঘাট আরেক মাথায় চর ফ্যাশন। একদম সোজা রাস্তা কোনো ঘোরপ্যচ নেই। পৌছালাম , মেঘনা নদীর মোহনায় কী ভয়ংকর কি সুন্দর। আমার বোনের মেয়েটা তখন ৩কি ৪বছর বয়স,এখন ৭, ও আমাকে সবসময়ই নাম ধরে ডাকে,পাইরেট অফ দ্যা ক্যারিবিয়ানের মত নৌকা গুলো ভয়ংকর ঢেউয়ের তালে দুলছে, মাঝিগুলোও ঐ জ্যাক স্প্যরোর মতই দেখতে,বোনের মেয়ে ঈপ্সিতা আমাকে বল্লো কি রে জুন তুই কি নৌকায় উঠবি? আমি বল্লাম না মা আমার ভয় করছে।

আমার সাহেব বল্লো এখান থেকে নৌকা করে নিঝুম দ্বীপে যাওয়া যায় ,তার খুব সাহস আমি একটু ভীতু। আমার ভয় দেখে নিঝুম দ্বীপ যাওয়া হলোনা। তার পরদিন খুবই ঘুরলাম বাবুল মোল্লা সেতু,বাজার ,এর পর নৌকায় করে নদী দিয়ে খাল দিয়ে এবাড়ীর উঠান তো অবারিত সরষে ক্ষেত,মুটু মুটু পাতিহাসগুলো খালের মধ্যে ভেসে বেড়াচ্ছে,কি যে ভালো লাগলো দুটোদিন। কোলাহল নেই যানজট নেই ধুলাবালি নেই মনে হলো এখানেই থেকে যাই। জানি দু একদিনের মধ্যেই বোর হয়ে যাব।

তাই রাতের লন্চেই ফিরে আসা ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.