আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক বাংলা থিকা বাংলা ডিকশনারী বা মর্ডান বাংলা শব্দকুষ

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
অ- অলিভঅয়েল- এক প্রকার তৈল। জলপাই থিকা হয়। অবুঝ মন- একটি সুপারহিট বাংলা ছবির নাম। অষ্টধাতু- দামী ধাতু বিশেষ। অনেক দামী।

অগ্রিম- এডভান্স এর বাংলা অর্থ। আ- আনারকলি- একটি প্রেমগাথা। আবুল,আক্কাস- দুই ভাইয়ের নাম। সৎ ভাই। আদালত- মিছা কতার কারখানা।

আইলাম আর গেলাম- বাংলাদেশী ক্রিকেটারদের পরিচিত শব্দ। ই- ইসকুরুপ- ’স্ক্রু’ এর প্রতিশব্দ। ইবলিশ- একটি পচাঁ কথা। ইন্দুনেশিয়া- এক প্রকার দেশ। ইলিয়াস কাঞ্চন- বেদের মেয়ে জোসনার নায়ক।

ঈ- ঈগল-এক প্রকার পাখি। খাওয়া জায়েজ নহে। ঈশিতা- টিভিতে নাটক করে এমন মেয়ের নাম। বিয়ার কাম শেষ। উ- উস্ট্র- উচাঁ আজিব প্রাণী।

গলার ভিতর পানির লুকানো থইলা থাকে। উটপাখি- পাখি হলেও খুশি হওয়ার কিছু নাই এরা উড়তে পারে না। উকুন- উকুন বিশেষ। ঊ- ঊননব্বই- নব্বই এর চেয়ে কম,আবার আটাশির চেয়ে বেশি। বড়ই আজিব সংখ্যা।

ঊর্মি- পাশের বাসার সুন্দর মতন মেয়েটির নাম। ঊষা- ঊর্মির বোনের নাম। এও সুন্দরী। তবে এর গালে একটা তিল আছে। ঋ- ঋত্বিক রোশান- একমাত্র নায়ক যার দুইহাতে এগার আঙ্গুল।

ঋকেষি- পশ্চাদ বড় পালোয়ান। ঋণখেলাপী- সালমান এফ রহমান বিষয়ক শব্দ। বড়দের ব্যাপার। এ- এপ্রিল- এপ্রিল ফুল যে মাসে হয় সে মাসের নাম। একটেল- একটি মোফাইল কোম্পানি।

বিল কম, চার্জ বেশি। এ পৃথিবী তোমার একার- টেলিফিল্মের নাম। লাষ্টে কষ্ট পেয়ে নায়ক মারা যায়। ঐ- ওকে- ঠিক আছে। ও কে?- একটি প্রশ্ন।

ওগো- একটি রোমান্টিক শব্দ। ওয়াক থু- থুথু ফেলার শব্দ। ঔ- ঔষুধ- একমাত্র খাবার যা নিয়ে কেউই বারগেনিং-এ যায় না। ক- কলা- বান্দরের খাবার। কিছু কিছু মানুষেও খায়।

কর্জ- ‘ঋণ’ দ্রষ্টব্য। কিংকর্তব্যবিমূঢ়- জটিল শব্দবিশেষ। কলিকাতা- কলিকাতা হারবালের উৎপত্তিস্থল। খ- খবর- এলাকার সামচু ভাইয়ের ডায়ালগ ‘আইজ তোর খবর আছে। ’ খাচ্চর- খচ্চর এর বিকৃত রুপ।

গালি বিশেষ। খোলাখুলি- একটি লজ্জাজনক শব্দ। খাইছি তরে- আমাকে এবং উর্মিকে কথা বলতে দেখে উর্মির বাবার উক্তি। গ- গাধা- সহজ সরল ভোদাই প্রাণী। কামও করে গালিও খায়।

হালা বেকুব। গনি মিয়া- একজন গরীব চাষীর নাম। অখন আর গরীব নাই। গলাচিপা- একটি ভয়ংকর স্থানের নাম। গীতিকার- গীতি আবার কার? যে গাইবে তার! ঘ- ঘুষি- এক প্রকার মারপিট।

বাস্তবে ব্যাথা লাগে, সিনেমায় পানিভাত। ঘুষ- গুরুপাক খাদ্য বিশেষ। খাইলে পস্তায়,না খাইলেও পস্তায়। ঘ্যানর ঘ্যানর- ফালতু শব্দ বিশেষ। ওয়াইফেরা করে।

চ- চেয়ারম্যান- সুপারম্যান,ব্যাটম্যান,স্পাইডারম্যানের মত একপ্রকার সুপার হিরো। ত্রাণের টিন,যাকাতের শাড়ি,লুঙ্গি,গামছা ইত্যাদি মুহূর্তে গায়েব করতে সিদ্ধহস্ত। চাঁপাবাজি- নেতাদের প্রফেশনাল সদগুণ বিশেষ। চৌদ্দগ্রাম- চৌদ্দটি গ্রাম নিয়ে সৃষ্ট গ্রাম। (শিওর না) চান্দি- মাথার উপরের অংশ।

রোদটা এই অংশেই লাগে। ছ- ছোলায়মান- একজন শুকনা মরিচ ব্যবসায়ী। এর মরিচগুলা বাত্তি, আবাত্তি না। ছিল্লা কাইট্টা লবণ লাগায়া দিমু- ভয়ের কিছু নাই,এইটা ক্ষিরা বিক্রেতা বলতেছে। ছাগল- বিগত সরকারের ক্ষতিপূরণ বিশেষ।

ছীমানা- ‘সীমানা’র ভুল বানান। জ- জামাই- এক প্রকার মিষ্টি শব্দ বিশেষ। ভাবতে ভাল লাগে। জুস- পোলাপানের খাবার। বড়রা খেলে দুষ নাই।

জোৎস্না- ঊর্মি, ঊষার মায়ের নাম। ঝ- ঝগড়া- মহিলাদের সামাজিক অনুষ্ঠান। ঝনাৎ- গ্লাস ভাঙ্গার শব্দ। আমি ভাঙ্গি নাই। কসম।

ঝিলমিল- ছোটদের কেওমেও অনুষ্ঠান। বিটিভিতে বিকাল পাঁচটায়। ট- টেংরাটিলা- বিখ্যাত স্থানের নাম। কি জানি একটা পাওয়া যায়। টাকা- মূল্যবান কাগজ।

বাট নিজে নিজে বানানো অপরাধ। টিয়া পাখি- যে পাখি খাওয়া যায় না, মায়া লাগে। ঠ- ঠাস্- চড় মারার শব্দ। কে মারছে বলব না,বাট খাইছি আমি। ঠ্যাং- পায়ের বিপরীত শব্দ।

ঠোকাঠুকি- কাঠমিস্ত্রির কাজ। নেতারাও করে। ড- ডলা দেয়া- পুলিশেরা যা আগ্রহ সহকারে করে। ডিম্ব- অদ্ভুত জিনিস। কিনতে গেলে দামী,পরীক্ষায় সবচেয়ে কমদামী।

ড্যামকেয়ার- এইডার অর্থ না কইলে কি করবি? ঢ- ঢাকা- স্বপ্নের শহরের নাম। স্বপ্নের মত দুর থেকে ভাল লাগে,কাছ থেকে ভয় লাগে। ঢুসানো- মাথায় মাথায় মারা এক প্রকার কষ্টকর খেলা। আমার বাবা প্রায়ই খেলেন। ঢ্যাঁড়স- ফল বিশেষ।

ঢং- ঊর্মি/ঊষা করলে ভাল লাগে,অন্য কেউ করলে মেজাজ খারাপ লাগে। ত- তৈল- বুশের প্রিয় শব্দ। ‘যেখানে দেখিবে তেল,সেখানে মারিবে শেল। এমনও হইতে পারে সব তেল তোমার। ’ তেতুঁল- একটি চুকা শব্দ।

তুমি ছাড়া জীবন ফাও- সামনের ঈদের ম্যাগাজিং অনুষ্ঠান। তর লিগা জীবন বর্বাদ- সামনের ঈদের আরেকটি ম্যাগাজিং অনুষ্ঠান। ঈদের দ্বিতীয় দিন। থ- থালা- ভান্ড বিশেষ। থুক্কু- ভুল হয়ে গেছে।

থইলা- ব্যাগ বিশেষ। থাবর- ‘চড়’ দ্রষ্টব্য। দ- দজ্জাল- নিচ তলার ভাবীর গোপন নাম। শালী চান্স দেয় না। দিয়াশলাই- খোঁচা দিলেই আগুন জ্বলে এমন আজব বস্তুু।

দালাইলামা- নামটা পরিচিত মনে হচ্ছে.... ধ- ধুমসি- ঢালিউডের নায়িকার গুণ। ধুতুরা- সুস্বাদু শাক বিশেষ। ধার- ‘কর্জ’ দ্রষ্টব্য। ধরতে চাই- ঊর্মি/ঊষার হাত। ন- নকল- আসলের প্রতিশব্দ।

নানী- আমার নানীর নাম। নার্গিস বেগম- ক্লাস টিচার। খুবই সুন্দরী। বাড়ি স্কুলের পিছনে। প- পুসকুনি- পন্ড।

পলিষ্টার- সুতি কিন্তু কটন না এমন কাপড়। পায়জামা- পায়ের জামা। কাপড়ের অপচয়। পায়খানা- পায়ের খানা। পুরোটাই অপচয়।

ফ- ফিরিত- আসলে এট পিরিত হবে,ভুলে প ফ হয়ে গেছে। ফাঁসি- জোর করে দিলে হত্যা,নিজে করলে আত্মহত্যা। ফয়সাইল্লা- ঊর্মির লাভার। ফালতু পোলা। ব- বদনা- সর্বজনস্বীকৃত গুরুত্বপূর্ণ ব্যবহার্য দ্রব্য,যার এক পাশে আঙ্গুলের মত নল থাকে।

উল্লেখ্য এটিই বদনার অনন্য বৈশিষ্ট্য। বাতায়ন- সুন্দর শব্দ। ব্যাটা চোর- আমগো দাড়োয়ান। হালায় পুরা ফাউল। বহির্বিশ্ব- পুরা ওয়ার্ল্ড।

বালিশ- তুলা ভরা একটা জিনিস। ভ- ভাল বাসা- খুবই ভাল বাসা। টয়লেট ৩টা,বেড ১টা। ভুত- ভয়ংকর দর্শন প্রাণী বিশেষ। এদেও দেখা যায় না।

ভাবী- নিচ তলার ভাবী। সারাদিন একা থাকে। ম- মালা- গরু এবং মন্ত্রী এদের গলার হার বিশেষ। মশা- সিটি করপোরেশানের সম্পদ। মাক্ষিগিরা- জটিল হিন্দি শব্দ বিশেষ।

গানের কলি। য- যৌতুক- বিনামূল্যে প্রাপ্ত উপহার। খুশি হয়ে দেয়। যম- আমার দুলাভাই। বাপরে বাপ।

যুঁথি- উর্মিদের বাড়ির কাজের মেয়ে। বাড়ি দাউদকান্দি। র- রাক্ষস- উর্মিকে চাইনিজে নিয়ে গেলে তার পরিবর্তিত রূপ। রাষ্ট্র- একটি দেশের নাম। রুহ আফজা- ইষ্পেশাল ঘন লাল পানি।

বিদেশী মাল। রাজা কো রানী ছে পেয়ার হোগায়া- রাজা রানীদের ব্যাপার। ল- লাভ- love এর বাংলা রূপ। লোকসানের বিপরীত শব্দ। লাল- রেড কালার।

লালি- মীনার গরুর নাম। ল্যাচ্চর- লেচে ধরনের মানুষ। শ- শালার পো- শ্যালকের ছেলে। গালি বিশেষ। শাপলা- অভাবগ্রস্ত দেশের আদর্শ জাতীয় ফুল।

প্রয়োজনে খাওয়া যায়। শয়তান- ‘ইবলিশ’ দ্রষ্টব্য। ষ- ষাট- হাফ সেঞ্চুরীর চেয়ে দশরান বেশী। ষাঁড়- ঈদ এলে দাম বেড়ে যায় এমন চতুষ্পদ প্রানী বিশেষ। এদের ল্যাজ থাকে।

ষোল আনা- ষাট বছর আগে একমন লবণের দাম। এখন একপিস লবণও দেয় না। স- সাপ- আজব দড়ি বিশেষ। চান্স পেলে কামড় দেয়। সাদা- আমার মনের কালার।

সবরি কলা- কোষ্ঠ বিদূরক কলা বিশেষ। সুবর্ণা মুস্তফা- আমার জান। সুবহানাল্লাহ- ভাইয়ের বিবাহে কাজী সাহেবের উক্তি। হ- হালার পো- ‘শালার পো’র বিশ্রী উচ্চারন। হাঙ্গামা- করা নিষেধ বাট সবাই করে।

হাতিশাল- সব হাতিরা যেখানে শলাপরামর্শ করে। সামহ্যোয়ারইনব্লগ। হরিণ- উর্মির মত চোখ যার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।