আমাদের কথা খুঁজে নিন

   

নীরব বাহুডোর...

স্বপ্নে আঁকি উদাস হয়ে, ছায়া সুহৃদ মিল।
তবু তারেই খুঁজে যাই খুঁজে পাই নীরব বাহুডোর। তরুলতা অভিমুখে হয়ে উন্মুখ; তারেই খুঁজে যাই, খুঁজে পাই, সরব ছায়াকুল। পড়ে থাকা পোড়া মুখে অরণ্য বিমুখ; তারেই খুঁজে যাই, খুঁজে পাই, সরব মরুকুল। নির্জন পথ হেঁটে যাক, হাঁটুক পিছুডাক, থেমে যাক অসহায় মুখ; তবু তারেই খুঁজে যাই খুঁজে পাই, মৃত চাবুক।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।