আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের অভিপ্রায়



মায়ের অভিপ্রায় আয় মনা তোরা ছুটে আয় ছুটে তোরা মায়ের বুকে আয় মনা, যশ-মান তোরাই আনবি জাতির সৌরব-গৌরভ তোরাই ছড়াবি। আয়রে মনা তোরা ছুটে আয় কলম-বই হাতে নিয়ে আয় লাইব্রেরীতে এসে বস ভালমত পুরা বই চষ। মনা তোরা কেবলই নয় মায়ের ছবি মনা তোরা দেশের মান উঁচা করবি মনা, মোহ নিদ্রায় থাকবিনা আর বিশ্ব পানে চেয়ে দেখ এবার। বিশ্বজুড়ে কাড়বি নজর বিশ্ব রাখবে তোদের খবর মনা তোরা মায়ের নয়নের জ্যোতি মনা তোরা দেশের খ্যাতি। মা কেঁদে কয় কেন এত বিকার বাবা-মায়ের মনে কেন এত হাহাকার? মা কেঁদে কয় প্রভুর পানে মনা যেন বড় হয় জ্ঞানে-মানে এ বিষয়ে চিন্তা-ভাবনা করা দরকার নীরব যেন থাকেন না সরকার এগিয়ে আসা সবার দরকার বসে থাকবার সময় নেই আর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.