আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের কবর

বন্ধু আমার, জননীকে ছোঁয়া শেষের সেই বাতাস বন্ধু আমার, মা’র কবরের নতুন গজানো ঘাস বন্ধু আমার, কোদালে কোপানো কাঁচা ঝুরঝুরে মাটি মায়ের শিথানে সদ্য লাগানো ডালিমের ও চারাটি, তোমরা আমার ভালোবাসা নাও, সারা গায়ে নাও মেখে আমার মায়ের কবরখানিকে ভালো করে রেখো দেখে\ তোমরা আমার চোখের জলের নির্যাসটুকু নাও তোমরা আমার রক্তকণার উষ্ণতাটুকু নাও তোমরা আমার গভীর রাতের নিঃশ্বাস ছুঁয়ে দেখো তোমরা আমার হৃদপিণ্ডের কম্পনে হাত রাখো তোমরা আমার ভালোবাসা নাও ভালোবাসা রাখো লিখে সে লেখার খাতা উপহার দিও মায়ের কবরটিকে\ আমার শিরায় রক্তধারায় বয়ে চলেছেন মা চোখের কোলের নুনগোলা জলে বয়ে চলেছেন মা প্রতি নিঃশ্বাসে যেটুকু বাতাস সেটুকুতে তাঁর নাম তাঁর মমতায় তিলতিল করে বড় হয়ে উঠলাম ভালোবাসা রাখি এইখানে Ñ এ যে কবর আমার মার ভালোবাসা মানে আমারই ভেতর জননীর বিস্তার\ ১২.১১.১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.