আমাদের কথা খুঁজে নিন

   

নামকরণ মন্ত্রী ও নামকরণ মন্ত্রণালয় চাই (রিপোস্ট) নামকরণ সংক্রান্ত একটি সুমহান প্রস্তাব !!!!!

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

সারা দেশে এখন নামকরণ চলছে। বিম্পি যে সকল নাম দিছিল সেইগুলি বদলাইয়া আমলীগি নামকরণ চলছে। ৫বছর পর পর সব কিছু স্থাপনার নামকরণ নতুন করিয়া করিতে হয়। তাই নামকরণ সংক্রান্ত কিছু সুমহান প্রস্তাব তুলিয়া ধরছি। ০১) কেবল ব্রিজ, রাস্তা, ভবন ইত্যাদির নাম বদলাইলে হইবে না, এখন হইতে সকল মানুষের নামও বদলাইতে হবে।

যেমন : আগামী ৫ বছর সবার নামের আগে বঙ্গবন্ধু লাগাইতে হইবে। এই ৫ বছরে যারা জন্ম নেবে তাদের নাম হবে বঙ্গবন্ধু, শেখ, মুজিব, রহমান, কামাল, জামাল, রাসেল ইত্যাদি। ০২) পরবর্তী ৫ বছরে বিম্পি ক্ষমতায় এলে সকলের নামের আগে শহীদ বা জিয়া লাগাইতে হইবে। আর যারা জন্ম নিবে তারাও বাধ্যতামূলকভাবে শহীদ, জিয়া, রহমান ইত্যাদি নামে অভিষিক্ত হইবে। ০৩) যারা বার বার নাম বদলাইতে চান না তারা উভয় নেতার শেষ অংশ রহমান ব্যবহার করতে পারেন।

সেক্ষেত্রে আরেকটি সুবিধা পাইবেন, দল বদলালেও পল্টিবাজ হিসেবে কুখ্যাতি লাভ করবেন না। ০৪) মহিলাদের ক্ষেত্রে হাসিনা, খালেদা, রেহানা, ফজিলাতুন্নেছা ইত্যাদি প্রযোজ্য। যখন যার আমল আসবে তার নাম অনুসরণ করা বাধ্যতামূলক। ০৫) শুধু নিজের নাম বদলাইলে হইবে না। বাড়ির নামও বদলাইতে হইবে।

সেক্ষেত্রে বর্তমানে সুধা সদন হইল আদর্শ নাম। তাছাড়া গণভবন, বঙ্গবন্ধু ভবন ইত্যাদি করা যাইতে পারে। পরবর্তী ৫ বছর এসব বাড়ির নাম হবে জিয়া ভবন, শহীদ ভিলা ইত্যাদি। তবে এক্ষেত্রে রহমান ভিলা নাম দিয়া চিরস্থায়ী বন্দোবস্ত করা যাইতে পারে। ০৬) শুধু বাড়ির নাম বদলাইলে হইবে না, প্রতিটি রুমের নামও নতুন করে নির্ধারণ করতে হবে।

যেমন, কামাল ডাইনিং রুম, রাসেল বাথরুম, হাসিনা ড্রেসিং রুম ইত্যাদি। পরবর্তী ৫ বছরে এসব রুম হয়ে যাবে কোকো বাথরুম, তারেক বেড রুম ইত্যাদি। ০৭) ফার্নিচারের নামও বদলাইতে হইবে। যেমন, শেখ খাওয়ার টেবিল, সুধা রেফ্রিজারেটর, বঙ্গ কম্পিউটার টেবিল ইত্যাদি। পরবর্তী ৫ বছর এগুলোর নাম বদলে হবে খালেদা খাওয়ার টেবিল, কোকো রেফ্রিজারেটর, তারেক ড্রেসিং টেবিল ইত্যাদি।

০৮) পোশাক আশাকের নামও বদলায়া ফেলতে হবে। যেমন বঙ্গবন্ধু লুঙ্গি, জয় হাফ পেন্ট, হাসিনা শাড়ি ইত্যাদি। পরবর্তীতে এসব পোশাকের নাম হবে তারেক লুঙ্গি, খালেদা শাড়ি, কোকো হাফ পেন্ট ইত্যাদি। ০৯) এই সব নামকরণ গাছভুদাই পাবলিক ঠিক মতো করতেছে কিনা তাহা দেখভালের জন্য “নামকরণ মন্ত্রণালয়” নামে একটি মন্ত্রণালয় খোলার সুমহান প্রস্তাব করিতেছি। ১০) যারা এসব নাম পছন্দ করবেন না বা একই নাম বারে বারে ব্যবহার করতে করতে বিরক্ত তারা জেলা, থানা বা ইউনিয়নভিত্তিক কোন মহান নেতার নাম ব্যবহার করতে পারবেন।

সেক্ষেত্রে নামকরণ মন্ত্রণালয় হইতে অনুমতিপত্র সংগ্রহ করিতে হইবে। কিন্তু এক দলের রাজত্বের সময় অন্য দলের নামে থাকিয়া গেলে তার জন্য কঠিন শাস্তি ভোগ করিতে হইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।