আমাদের কথা খুঁজে নিন

   

পদত্যাগের প্রশ্নই আসে না: সাহারা

..............................

বিরোধী দলের আহ্বান প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, তিনি পদত্যাগ করছেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মী হত্যাকারীদের খুঁজে না পাওয়া পর্যন্ত সারাদেশে পুলিশের অভিযান চলবে বলেও মন্ত্রী জানিয়েছেন। সাহারা খাতুন রোববার আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে কোস্টগার্ডের (উপকূলরক্ষী বাহিনী) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো আছে, কোনো অবনতি হয়নি। ফলে পদত্যাগের প্রশ্নই আসে না।

" দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে দাবি করে বিরোধী দল স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে আসছে। 'ধ্বংসাত্মক' পথ ছেড়ে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আসুন আমরা মিলেমিশে কাজ করি। " স�প্রতি দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে তিন ছাত্রসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটে। সাহারার দাবি, সরকারকে বিপাকে ফেলার উদ্দেশ্যেই এ সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি বলেন, "বঙ্গবন্ধুর খুনিদের বিচার, যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া হাতে নেওয়াসহ বিভিন্ন কাজের কারণে সরকারতে বিপাকে ফেলতে উদ্দেশ্যমূলকভাবে এ সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তবে তাদের উদ্দেশ্য হাসিল হতে দেওয়া হবে না। " রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক কর্মী খুন হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে পুলিশকে চিরুণী অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। এতে গত দুই দিনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুই শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। এ অভিযান কত দিন চলবে- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান চলবে। ছাত্রলীগকর্মী ফারুক হোসেন ছাত্র শিবিরের হামলায় নিহত হয় বলে অভিযোগ রয়েছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.