আমাদের কথা খুঁজে নিন

   

চিপা সফিকরে খুব মিস করি

কখনো সময় আসে জীবন মুচকি হাসে...ঠিক জেনো খুড়ে পাওয়া চোদ্দ আনা...আশা রাখি পেয়ে যাব বাকি দু আনা।

"সখি ভালবাসা কারে কয়?তোমরা যে বল দিবস রজনী ভালবাসা.... ভালবাসা কারে কয়?"....... আহারে ভালবাসা..... শালার দুনিয়া.... আগের দিনের সেই সব মিথই মনে হয় ঠিক... পৃথিবী দাঁড়াই আছে একটা ষাড়ের শিং এর উপর... আর ষাড়টা কচ্ছপের... যে কোন টাইমেই আমরা গেছি। এই দুই দিনের দুনিয়ার বাসিন্দা আমরা.... আমাদের জীবনও দুই দিনের। কিন্তু আফসোস....বড়ই আফসোস..এই দুই দিনের দুনিয়াটাকে সাজাতে বর্নাধ্য করতে আমাদের সে কি আয়োজন..... ভাবতে ভাল লাগে আবার কষ্ট ও লাগে আমি এই রঙ্গ মঞ্চের এক ভাড়.... জীবন বাবুর ভাষায় "অর্থ নয় বিত্ত নয় স্বচ্ছলতা নয়... কোন এক বিপন্য বিস্ময়....." এই বিপন্য বিস্ময়ে আমাদের নিরন্তর ছুটে চলা। দুনিয়ার তামাম সৃষ্টির ভেতর মানুষ একমাত্র জীব যে শুধু মাত্র বাংশ বৃদ্ধির জন্যই না.... নিজের এক প্রকার জৈবিক আবেগ চরিতার্থ করার জন্য বিপরীত লিঙ্গের সান্নিধ্য খুঁজে।

মানুষের এই নিরন্তর আকাঙ্খার আর এক বহিঃ প্রকাশ ভালবাসা। ব্রনের কিছু নিউরণ আর এনজাইমের খেলা ..... ভালবাসা। আদিম যুগে গুহাবাসি মানুষ বিশেষত পুরুষ প্রচন্ড খাদ্যাভাবে নারীকে ভোগের পর খেয়ে ফেলতো... এক কথায় বিভৎষ। আদি যুগে নারীর স্তন কোন আবেদন দিত না আর আজ কবিদের কবিতার পাতা ভরে গেছে এর সৌন্দর্য্য বর্ণনায়। আমার এক গাধা বন্ধু আমাকে প্রশ্ন করে বলতো একটা মেয়ের সবচেয়ে কোন জিনিসটা সুন্দর..... আমি উত্তর দেই চোখ... ও বলে তারপর ..আমি বলি ঠোট...... ও বলে তুই গাধা...... আরে শালা বুক.. বুকের যে আবেদন তা ভাষায় প্রকাশের অযোগ্য...... আমি মনে মনে শালার বন্ধুটাকে গালি দেই.....শালা বাল চিনো..... চিনো শুধু বুক।

দোষ ওর না..... হুমায়ুন আজাদের নারী বইয়ে নারীর স্তন নিয়ে বলা আছে" নারী যেন ভারবাহী গাধা,বয়ে বেড়ায় তার স্তন" হুমায়ূন আহমেদ বলেছেন তার তোমাকে বইয়ে" হরিণ সুন্দর চোখে আর নারী সুন্দর বুকে" আর প্রিয় কবি গুণ তো লিখেই ফেললেন কবিতা" তার স্তন শোভা দেখতে" সত্যি বলতে ওয়াই ক্রোমোজমের বদৌলতে নারীর শরীর আমাকে নাড়া দেয় প্রবলভাবেই দেই। আমি ব্যাকুল ভাবে শরীরের ডাক শুনি। হাজার বছরের মানব সম্প্রদায়ের বহন করা ক্রোমজম আমাকে শেখায়.... ভালবাসা। আমি ভালবাসি... শরীর ছাড়া মানুষই একমাত্র জীব যে... জানে কিভাবে ভালবাসার মানুষকে উজাড় করে দিতে হয়। আসলে সত্যিকার ভালবাসা অপার্থিব।

এতে শরীর থাকবে মন থাকবে.... ক্ষেত্র বিশেষে এখানে সেক্স আসবে.... তবে সবই হবে প্রবল এক আকর্ষণ এ। এটা হবে ইউনি ডাইমেনশনাল.... দুজনে এক সাথে। ভালবাসা আছে ভালবাসা থাকবে.... মানুষে মানুষে সম্পর্কে সম্পর্কে ভালবাসার রূপ ভিন্ন। চিরন্তন ভালবাসার প্রতি সত্যিকার বিশ্বস্ত ভালবাসার প্রতি আমাদের শ্রদ্ধা সব সময়। সরি বেশি কথা না বলে আসল কথায় আসি আজ বিশ্বভালবাসা দিবস... এই দিন প্রত্যেকের ভালবাসার মানুষের কথা মনে পড়বে,তাকে মিস করবে...এটাই স্বাভাবিক... কিন্তু আমি মিস করছি... চিপা সফিককে।

আমার প্রিয় একজন মানুষ সফিক রেহমান.... যায়যায় দিন ... এর সফিক রেহমান। একবার বিটিভিতে উনি বলেছিলেন বন্ধু মহলে ওনার এই নাম করনের সার্থকতা। পাহাড়ে ওঠার সময় এক চিপা খাজ দিয়ে উনি পার হয়ে গেছিলেন...তাই এই নাম। যা হোক বন্ধু না হলেও ওনাকে আমি ভালপাই .... অনেক আগে থেকেই যায়যায়দিন এ পড়তাম প্রেম লীলা কলামটা.... যা হোক উনি আমার মতে (দ্বিমত গ্রহণ যোগ্য) একাই বাংলাদেশে এই ১৪ই ফেব্রুয়ারী ভালবাসা দিবস হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এই দিনটাকে ঘিরে উনি রাখতেন নানা আয়োজন.... লেডি চ্যাটারলি এন্ড লাভারের মত সিনেমা উনি প্রদর্শন করেতেন.... আরো অনেক প্রেম আবেগ সেক্স জাগানো সিনেমা প্রদর্শন করে...আর নিজের যায়যায়দিন ভালবাসা সংখ্যায় যে আয়োজন রাখতেন তাতে নিজের মান সম্মান নিয়েই টানাটানির অবস্থা.... আমি এই সব বিশেষ সংখ্যা কমডে বসেই পড়তে স্বচ্ছন্দ বোধ করি (উদ্দেশ্য সম্পূর্ণ সৎ--- কেউ না দেখে)।

সফিক রেহমানের চেষ্টা.... আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের বদৌলতে আজ মোড়ের ফুলের দোকানদার থেকে শুরু করে.... ফুচকাওয়ালাদের ব্যবসা দেখে বারবার আমার সফিক রেহমানের কথা মনে পড়ে.... বড় সেক্সি লোক ছিল.....(সরি এখনও মনে হয় আছে)। সফিক রেহমানের শুরু করা ভালবাসা দিবস আজ আমাদের কাছে একটা ক্রেজ.... দুর্লঙ্ঘনিয়ো একটা ক্রেজ.... যা হালাল সাবানকেও হার মানিয়েছে অনেক আগে। শত ধর্মীয় অনুশাসন ভুলিয়ে দেয় বাধা ভুলিয়ে দেয় এই ক্রেজ। ... জেমসের কন্ঠে..... বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায়......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.