আমাদের কথা খুঁজে নিন

   

হরতাল: গরম ভাতের মধ্যে লেম্বু চিপা !

ব্লগিং হোক আগামীর... (মাইক্রোব্লগ) ভাষা, শব্দ সবসময় পরিবর্তনশীল। যেমন- মৌলবাদী শব্দের অর্থ যারা যে কোন বিষয়কে মৌলিকভাবে চর্চা করে। এখন এর অর্থ সন্ত্রাসী। রাজাকার শব্দের অর্থ সাহায্যকারী। এখন এটা বলতে বুঝায় কিলবিল করা কিছু নরকের কিট।

জামায়াত ইসলামী অর্থ দাঁড়ায় ইসলামের জন্য যে জমায়েত (খুব সম্ভবত)। এখন এটা বোঝায় বেঈমান যুদ্ধাপরাধীদের দল। শিবির বললে বোঝায় ন্যয়ের পথে সংগ্রামী একটি দল (খুব সম্ভবত)। এখন বোঝায় রগ কাটা রাজাকারদের অনুগামী বিপথগামী একটি সংগঠন। হরতাল/বনধ্ বললে বোঝায় জনগনের স্বতস্ফূর্ত অসহযোগ যার কারনে সকল দৈনন্দিন কাজ বন্ধ হয়ে যায় বা বন্ধ করে দেয়া হয়।

আওয়ামীলীগ/বিএনপির যথেচ্ছ ব্যবহারের ফলে এই শব্দটার অর্থও পাল্টে গেছে। হরতাল অর্থ স্কুল ছুটি, ক্লাস-পরীক্ষা হবে না, অফিসকর্মীরা একবেলা ফ্রী লান্চ পাবে, রাস্তায় জ্যম থাকবে না, ঢাকা থাকবে মুক্ত, রিক্সায় হাওয়া খেতে খেতে ঘোরা যাবে, টিভিতে কিছু দুর্ধর্ষ ছবি দেখা যাবে যেখানে পুলিশ আর কিছু রাজনৈতিক কর্মী মারামারি করছে, এর মধ্যে কিছু নারী আবার চিত্রনায়িকা ময়ূরীর মতো কেডস জুতা পরে পুলিশকে লাথি মারবে! দড়ি টানাটানির মতো পুলিশে-কর্মী টানাটানি করবে। মিছিল-মিটিং উপলক্ষে কিছু গরীব মানুষের দু'পয়সা উপার্জন হবে। দিনশেষে একদল বলবে হরতাল সফল, অন্যদল ব্যর্থ। জরুরী কাজ মোটামুটি স্বাভাবিক থাকবে! হরতালকে ঘিরে অনেক হতাশার চিত্রও আছে।

তারপরেও হঠাৎ হঠাৎ হরতাল না হলে জীবন কেমন পানসে লাগে। হরতাল হইলো গরম ভাতের মধ্যে লেম্বু চিপা ! এই প্রথম হরতাল অর্থ যুদ্ধাপরাধীদের একটি রাজনৈতিক কর্মসূচী যাকে দেশের ৯৫ শতাংশ মানুষ ঘৃনা করবে । আমার ধারনা কি ভুল? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.