আমাদের কথা খুঁজে নিন

   

তবুও ছাত্ররাজনীতি বন্ধ হবে না?

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

ছাত্র রাজনীতি বন্ধের কথা বললেই যারা বন্ধের বিপক্ষে বলেন তারা ৫২,৭১,৮৯-৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনকে উদারন হিসেবে নিয়ে আসেন। বর্তমান ছাত্রনেতার এমন একজন কেউ আছেন যার অবদান সালাম,রফিক,বরকতের মতো? কোন ছাত্র নেতা আছেন যিনি পরবর্তিতে দেশের জন্য ভুমিকা রেখেছেন? ছাত্র রাজনীতি মানে কি বড় দলের লেজুড় বৃত্তি? তারা কতভাগ কাজ ছাত্রদের জন্য করে আর কতভাগ কাজ নিজদল,নিজের আখেরের জন্য করে? যদি ছাত্র রাজনীতি ছাত্রদেরই কোন উপকারে না আসে তাহলে সে রাজনীতি রেখে লাভ কি? কবে কখনো শুনেছেন যে ছাত্রদের দাবী আদায়ে এসব রাজনৈতিক দল গুলো কোনো ভূমিকা রেখেছে? চর দখলের মতো হল দখল, যুদ্ধ ক্ষেত্রের মতো প্রতিপক্ষকে হত্যা, লুট, ধর্ষন, চাদাবাজী ছাড়া এসব ছাত্র সংগঠনের থেকে কি ভালো কিছু পাওয়া গেছে? ১. হয় ছাত্র রাজনীতি নিষেধ করুন ২. না হয় তারা শুধু মাত্র ক্যাম্পাস ভিত্তিক ছাত্রদের সমস্যা ভিত্তিক রাজনীতি করবে, জাতীয় রাজনীতিতে তাদের লেজুড়বৃত্তি বন্ধে প্রত্যেককে সচেষ্ট হতে হবে। ছাত্র রাজনীতির নামে আর কোনো মায়ের বুক খালি দেখতে চাই না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।