আমাদের কথা খুঁজে নিন

   

...একটি আক্ষেপ...

ভাবছি...ভেবেই চলেছি...

আমি এই প্রাচ্যের Oxford ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছোট বেলা থেকে বড় হয়েছি। পৈত্রিক সুত্রে ১৯৯২ সাল থেকে জিয়া হল এর আবাসিক অধ্যাপক ভবন এ বাস করছি। তখন থেকেই ছাত্র সংগঠন গুলোর politics নামক নোংরামি দেখে আসছি। আসলে এতদিনের দেখা এই ক্যাম্পাস এ আগে যখন এ কারো আহত বা নিহত হতে শুনেছি... ভাবতাম এ আর এমন কী... এরা আসে পড়তে কিন্তু যা করে তাতে এদের এই পরিণতি ই প্রাপ্য। এখন যখন আমি এই varsity র একজন ছাত্র।

অনেক কিছুই বুঝতে শিখেছি। এখন আসলে মনে হয় আমরা ছাত্ররা যেন এক এক জন guinea pig। আমারতো হলে থাকতে হয় না তাই আমি হয়ত অন্যদের পর্যায়ে পড়ি না। কিন্তু যখন দেখি এই ছাত্র রাজনীতির বলি হয়ে অসম্ভব brilliant একজন ছাত্র re-admission নিচ্ছে। জীবনের ১টা বছর ঝরে গেছে একটা স্বনামধন্য (!!!) ছাত্র সংগঠন এর দালালি করে... সেই মানুষটি যখন আমার কাছে এসে বলে "দোস্ত আসলে এখন আর কিছু করার নাই...এখন পরীক্ষা দিয়ে কোন লাভ নাই....।

" তখন আসলে কিছুই বলার থাকে না। এর মধ্যে যখন শুনি আব্বুর department এর ছাত্র আবু বকর মারা গেছেন যার CGPA ছিল 3.5 এ পর্যন্ত... তখন ও না আসলে কিছু বলার থাকে না। কেবল মনে হয় কেউ কি ভাবেন একবারও... এখানে আমরা যে ছাত্র রাজনীতিকে লালন করছি... এটা কার স্বার্থে??????? বিশ্বাস করুন আমাদের এই সাধারণ ছাত্র দের প্রাণের দাবি... প্লিজ... আমাদের একটু শান্তি দিন। এই বিশ্ববিদ্যালয় চলে আমাদের দেশের কৃষক এর টাকায়... আপনার বাপের টাকায় ও না ... বঙ্গবন্ধুর অথবা জিয়াউর রহমান এর family income এ ও না। কারো উপর আক্রোশ নিয়ে বলছি না... দেখুন আমাদের কে বাঁচতে হবে... সেটা যদি আপনারা না দিন... এতগুলো নিষ্পাপ মানুষের প্রাণের জবাব আপনাদের পেতেই হবে... সেই মুহুর্তে যদি আমি না থাকতে পারি তাহলে সেটাই হবে আমার জীবনের সবথেকে বড় আক্ষেপ...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.