আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিককে পিটিয়েছে মতিঝিল থানা পুলিশ

সত্যের চেয়ে অপ্রিয় আর কিছু নেই

এবার সাংবাদিককে পিটিয়েছে মতিঝিল থানা পুলিশ। পরিচয় প্রদানের পরও বিনা কারণে সাংবাদিককে মারধর করেছে তারা। রোববার রাতে মতিঝিল থানার সামনে সিটি সেন্টারের পাশে এসআই সালাম এ ঘটনায় নেতৃত্ব দেন। তার মূল সহযোগি হিসেবে কাজ করেন এএসআই মনির। এতে গুরুতর আহত হয়েছেন দৈনিক ডেসটিনির সাংবাদিক মাহবুব হাসান।

তার মোবাইলসহ টাকা খোয়া যায় এ সময়। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত মাহবুব বলেন, রাত দশটা থেকে সাড়ে দশটার সময় আমার সহকর্মী রাকিব হোন্ডা অ্যাক্সিডেন্ট করেছে শুনে এগিয়ে যাই। যাদর গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তাদের সঙ্গে কথা বলতে থাকি। এ সময় পুলিশ আসে।

তারা বিনা প্রশ্নে দুর্ব্যবহার শুরু করে। পরিচয় দেওয়ার পরও গালিগালাজসহ প্রচন্ড প্রহার করে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই সালাম প্রহারের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কলার ধরেছিলাম ঠিকই তবে তাকে ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে আসছিলাম। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কেন কলারে হাত দিলেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টির জন্য আমরা লজ্জিত।

আমি দেখছি কি করা যায়। ----------------------------- রেডটাইমস বিডি: ইউবি/এসডি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.