আমাদের কথা খুঁজে নিন

   

রঙঅন্ধ আয়াতসমূহ



( মেলায় প্রকাশিতব্য রঙঅন্ধ আয়াকসমূহ কাব্যগ্রন্থের ভূমিকা) কবিতা হৃদয় উৎসারিত, নাকি মগজ: এ নিয়ে টানাপোড়েন বহুদিনের। দ্বন্দ্ব এখনো মেটেনি। ডলবি সাউন্ড সিস্টেমে যখন হাউজফুল প্রেক্ষাগৃহ, মাল্টিমিডিয়া উপভোগ করছে চোখ-কান-- তখন নিবিড় পাঠ আর কতদূর নিয়ে যেতে পারে আপনাকে। কবিতা পাঠে যদি পা ঠক ঠক করে কাঁপে, পাঠকতো ঠকবেই। মগজ থেকে কবিতা হৃদয়ে নামিয়ে আনুক শূন্য দশকের কবিরা।

যদিও এই যুগে গাণিতিক হিসাবনিকাশ বেড়েছে, বেড়েছে গোষ্ঠীকৃত্য আর মিডিয়াগ্রাস। কিছুটা হৃদয়বিক পিছূটান আমার কিবোর্ডে। কলমের কথা এরই মধ্যে ভুলে গেছি। বইটির অর্ধেক কবিতা কলমে লেখা, অর্ধেক কিবোর্ডে। কবিতা ঘোরের মধ্যেই লেখা হয়, এটা রিমিক্সের বিষয় নয়।

তারপরও চর্যা থেকে শূন্যদশক, ঘন ঘন বাঁক নেওয়া বাংলা কবিতার হাজার বছরের দীর্ঘ ইতিহাসে আমার ঝটিকা সফর, এই রঙঅন্ধ আয়াতসমূহ। আমি মুসায়লামাতুল কাজ্জাবের মতো নবুয়তি দাবি করছি না-- তবে যারা মুমিন, তারা নিঃসঙ্কোচে লেখাগুলো দৈব বলে মেনে নিতে পারেন। আর যারা অবিশ্বাসী, তারা ভাবতেই পারেন অসুস্থ মস্তিষ্কের প্রলাপ। ৩০ স্তবক আয়াতেই ভরে দিলাম আমার প্রথম কবিতার বই। ব্লাইন্ড গেইম।

কালারব্লাইন্ড ভার্সেস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।