আমাদের কথা খুঁজে নিন

   

রঙঅন্ধ আয়াতসমূহ : ৯

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

যে চালে আড়াই ঘর পিছিয়ে যাবে সাদা ঘোড়া-- রাজা চেকে ক্লান্ত সময়। চৌষট্টি ঘরে ছকে কাটা এই বাস্তব প্রতিবেশ। অথবা অপার্থিব যা কিছু আছে অজ্ঞাত, অথচ আছে। আমাকে চেতনা ভেবে হৃদপিণ্ডে বেতাল বাজাও। কে পারে নিজের ছায়া হয়ে হাঁটে পথে। এক ও দুই-এ বহুবচনের ফের। সত্য মোম জ্বেলে ছিল কেউ প্রথাতাড়িত সন্ধ্যায়, যদি চাও পাঁচ জনা মেরে নিজে মরে যাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।