আমাদের কথা খুঁজে নিন

   

রঙঅন্ধ আয়াতসমূহ-৩



ডানে বামে বিবেকবিচূ্যতি, অসংখ্য ভুলপথ। যেখানে অবোধ্য গাণিতিক রাশিমালা একে-অপরকে জড়িয়ে কেবল শূন্যপ্রান্তে ছোটে, সেখানে শরীরের কাঁটাতার। ছয় চাকা গাড়ি চড়ে মানবিকতা এসেছে গ্রামে। আহা জ্ঞানখন্ড! খন্ড খন্ড বোধে চিন্তার ক্রমবিকাশ। কে যে কাকে ফাঁকি দিয়ে মনন গড়ে তোলে, কেই বা জানে তার সদুত্তর! প্রাণ কী তবে শরীরে আটকে থাকা কপর্ূর? দুপুর বলবে না সে কথা কোনও নগরীতে। ললনা রসনা দিনদুপুরেই বেশি কাছে ডাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।