আমাদের কথা খুঁজে নিন

   

রঙঅন্ধ আয়াতসমূহ: ১৮

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

ইড়া ও পিঙ্গলা জমজ অথচ সতীন। এক খাটে বর ভাগ করে খায়। পরকীয়া যোগী মন ছুটে গেছে সুষুম্নার বাড়ি। তোকে তো ডাকিনি বহুদিন, ও যোগানী, ঠিকানা হারানো পথ বলে দে। চল্ নির্বাণে হারাই। ইড়া বা পিঙ্গলা আর কতদূর রোখে? কে বলে সাঈফ মরে গেছে-- শোন্ সে মেশে চেনা শহরতলীতে, এশার আজানে। ছেনালি বাঁশির টান মারফতি শিরায় শিরায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।