আমাদের কথা খুঁজে নিন

   

রঙঅন্ধ আয়াতসমূহ: ১০

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

সে আমি চলেছে একা অবিদ্যাচ্ছন্ন লৌকিকে। তুমি আছো রক্তমাংসে গোটা ধারণায়। ওগো ডোম্বি, কুড়ে ঘর ছুড়ে দাও নগরীর দিকে। ওখানে নরক হতে বাকি নেই। নিজেদের বিক্রি করে কেউ কেনে দ্যাখো প্রেমিকের মালা। রবি শশী গ্রাহ্য করে না গৃহবাদী সানগ্লাস। আকাশ স্বভাবে কে পারে রোদের নাম ভুলে যেতে? পোষ মানা বিড়ালী যেমন ভুলে গেছে ইঁদুর রক্তের স্বাদ! দ্বৈতজ্ঞানের শরীরে পোষ্য ছায়াদের সম্মোহন। আয় ডোম্বি, কাম ভেঙে ভেঙে নিষ্কাম করে নে মন! স্বরূপে সেজেছে দেহ--- কাহ্নপা কাপালিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।