আমাদের কথা খুঁজে নিন

   

কাটাকাটি খেলায় অপরাজিত থাকার কিছু tricks!


, , , , , কাটাকাটি খেলা পারেনা এমন মানুষ আমার মনে হয়না খুব একটা পাওয়া যাবে এদেশে। বিশেষ স্কুল জীবনে স্যার ম্যাডাম এর boring ক্লাসে লুকিয়ে বন্ধু দের সাথে কাটাকাটি খেলার experience আশা করি সবার ই আছে। আমিও তার ব্যতিক্রম না। বন্ধু দের সাথে কাটাকাটি খেলে মাঝে মাঝেই খাতার পৃষ্ঠা নষ্ট করতাম। হারতাম, মাঝে মাঝে জিততাম, এবং বরাবরের মত বেশিরভাগ ই হতো ড্র! তখন একদিন মাথায় খেয়াল চাপল কাটাকাটি তে না হারার জন্য কিছহু কি করা যায়না? :? যেই ভাবা সেই কাজ।

নিজেই লেগে পড়লাম নিজের সাথে কাটাকাটি খেলতে! যথারীতি পেয়েও গেলাম কিছু tricks! সেই tricks গুলই আজ তুলে দিচ্ছি। (অনেকেই নিশ্চই বের করে ফেলেছেন নিজে থেকেই) আরেকটা ব্যাপার হল আপনারা যারা ব্লগার তারা জানি খুব বড় হয়েছেন, কাটাকাটি হয়ত আর খেলেন না। তবে মাঝে মাঝে try করতে পারেন খেলে দেখার বন্ধুদের সাথে, পুরনো মধুর স্মৃতি গুলোর স্বাদ ফিরে পেতে পারেন একটু হলেও কাটাকাটি খেলার প্রথম দু'টি চাল দুই খেলোয়াড়ই দায়সারা ভাবে চাল চাল দেন এবং তারপর মনোযোগ দিয়ে ভাবেন পরের চালগুলো। কিন্তু মজার ব্যপার হল এই প্রথম দু'টি চালেই মোটামুটি খেলার হারজিত নির্ধারিত হয়ে যায়। তাই প্রথম চাল গুলোতে কি করলে আপনি হারবেন না তার কিছু tips দিচ্ছি।

**ধরে নেই প্রথম চালটি আপনার বিপক্ষ বন্ধুর। (আপনি x, বিপক্ষ বন্ধুটি o) সে যেখানেই চাল দিক না কেন আপনি আপনার প্রথম চাল টি দিবেন ঠিক কেন্দ্র ঘরে। তারপর বিপক্ষ বন্ধু তার ২য় চাল যেখানেই দিক না কেন আপনি কখনই কোনাকোনি ঘরে চাল দিবেন না। যা করবেন নাঃ যা করবেনঃ কিন্তু ধরা যাক বিপক্ষ বন্ধু চাল দিল ঠিক কেন্দ্রে। তখন আপনি চাল দিবেন কোনাকোনি যেকোন ঘরে।

example: এরপর একটু দেখে শুনে খেলুন আশা করি হারবেন না। আরেকটু বলে রাখি, আপনার চাল এর পর বিপক্ষ বন্ধু যদি এরকম চাল দেয়ঃ তাহলে আপনি যে কাজটি করবেন তা হল মাঝের ৪টা যে ঘর আছে (f,g,h,i)তার একটিতেও চাল দিবেন না। দিবেন কোনাকোনি যেকোন একটি ঘরে। যেমন এটা করবেন নাঃ যা করবেন তা হলঃ **এবার ধরা যাক প্রথম চালটি আপনার। প্রথম চাল আপনার হলে এটা জেনে রাখবেন যে একটু মনোযোগ দিয়ে খেললে হারার কথাই না।

আপনি যদি প্রথম চাল a,b,c,d,e যেকোন একটিতে দেন তাহলে আপনার হারার সম্ভাবনা নেই বললেই চলে(যদি পরের চালে বোকামি না করেন)। কিন্তু প্রথম চাল যদি f,g,h,i এই ঘর গুলোর যেকোনো একটিতে দেন, তাহলে পরের চাল প্রতিপক্ষ যেখানেই দিক না কেন আপনি আপনার ২য় চাল কেন্দ্র ঘরে দিতে try করবেন। সে ঘর ফাকা না পেলে ১ম চাল এর আশেপাশে চাল দিবেন না। চাল দিবেন ১ম চাল থেকে যথাসম্ভব দূরে। (অবশ্য একটি পাশের ঘর রয়েছে যেখানে দিলে উলটো জেতার জন্য ভালই হবে, তবে সেটা শেষে বলছি wait)।

যা করবেনঃ এরপর একটু মনোযোগ দিয়ে খেলুন আশা করি হারবেন না। কিভাবে প্রথম দু'টি চাল দিবেন এবং কিভাবে হার এড়ানো যায় তা তো বললাম। এবার বাকি রইল কাটাকাটি খেলায় কিভাবে জেতা যায়। এই ব্যাপারটাও আপনাদের ব্যাখ্যা করতে পারব, কিন্তু ভাবছি আপনাদের জন্যও তো কিছু রাখা উচিৎ। আগ্রহ যাদের রয়েছে তারা নিশ্চই try করে দেখবেন।

খুব খুশি হবো যেদিন ব্লগে দেখব এই type শিরোনামে কেউ লিখেছে, "কাটাকাটি খেলায় জেতার কিছু উপায়" । সেদিনের অপেক্ষায় রইলাম।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.