আমাদের কথা খুঁজে নিন

   

কাটাকাটি

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

কাটাকাটি কত কিছু কাটাকাটি করে লোকে প্রতিদিন, পড়ে তার বিবরণ সময় কাটিয়ে নিন। ঈদ এলে সকলেই কেনাকাটা শুরু করে, গরমেতে সব লোকে হাতাকাটা জামা পরে। পাজী লোকে বনে গিয়ে অবাধে যে কাটে গাছ, পানিতে সাঁতার কাটে ছোট বড় কত মাছ। লোকেরা টিকেট কেটে চড়ে রেলগাড়িতে।

গৃহিনী সবজি কেটে পাক দেয় হাঁড়িতে। খোকা সে চিমটি কাটে বেশি হলে রাগ তার, কাটা ছেঁড়া করে কত দর্জি ও ডাক্তার। কসাই মাংস কাটে, কৃষকেরা কাটে ধান 'কানকাটা' বেহায়ার নেই কোন সম্মান। অংকতে ভুল হলে কাটা যায় নাম্বার। ট্রেনে কাটা পড়ে গিয়ে মারা যায় গরু কার? খাঁটি হীরা দিয়ে কাঁচ সহজেই কাটা যায়।

কেউ যদি ভুল করে জিভ কাটে লজ্জায়। পথে যদি কাঁটা থাকে পথে কেউ আসে না, 'ঠোঁটকাটা' লোকদের কেউ ভালবাসে না। খুকুমণি কাটাকুটি খেলে তার খাতাতে, বিদেশীরা 'ক্যালকাটা' বলে কলকাতাকে। ''কচু কাটা করে দেব যারা মোর ফাঁসী চায়'' - কুখ্যাত 'রগকাটা' সন্ত্রাসী বলে যায়। চোর যারা সিঁদ কাটে, থাকে তারা আড়ালে, লোকজনে মাছ খায় কাঁটা খায় বিড়ালে।

বানর ভেংচি কাটে, উই পোকা কাটে বই, ভীড়েতে পকেটমার পকেটটা কাটে ঐ। মাঝে মাঝে টেলিফোনে লাইন সেতো কেটে যায়, ফাস্টফুড দোকানেতে লোকে পিজা কেটে খায়। বিপদ এলে বন্ধুরা কেটে পড়ে কেউ কেউ। হাতে পায়ে কেটে গেলে ছেলে কাঁদে ভেউ ভেউ। কাঠুরেরা কাঠ কাটে, ফিতা কাটে নেতারা, মেলাতে টিকেট কেটে ঢোকে সব ক্রেতারা।

নাপিতেরা সেলুনেতে কাটে দাড়ি, কাটে চুল, দিন কাটে ভালো যদি সব থাকে অনুকূল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.