আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসি নির্বাচনে সিসিটিভির ব্যবস্থা থাকবে: সাখাওয়াত

কালের স্রোত

আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিসিসি) ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বা ভিডিও ক্যামেরার ব্যবস্থা থাকবে। এই নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষণ দল মাঠে নামানো হবে। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে আরপিও অনুযায়ী প্রার্থীতা বাতিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

তিনি আরো বলেন, ডিসিসি নির্বাচনে সেনাবাহিনী থাকবে না তবে প্রয়োজনে বিডিআর মোতায়েন করা হবে। কমিশনার সাখাওয়াত হোসেন আরো বলেন, ডিসিসি নির্বাচনে প্রার্থীরা প্রচারণার জন্য ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করতে পারবে। তবে খরচের হিসাবে তা বিশেষভাবে উল্লেখ করতে হবে। আজ নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে সাখাওয়াত হোসেন এ সব কথা জানান। তিনি আরো জানান, কমিশন ডিসিসি নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে।

সব ধরনের মালামাল কমিশনের কাছে রয়েছে। কমিশন ইতিমধ্যে ডিসিসি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ৩ ফেব্রুয়ারি। এছাড়া কমিশন আচরণবিধি ও বিধিমালা চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে শিগগিরই পাঠাচ্ছে। তিনি আরো জানান, কমিশন ইলেকট্রনিক ভোটিং ম্যাশিনও (ইভিম) বিধিমালায় যুক্ত করেছে। তথ্যসূত্র: এ লিংকে ক্লিক করুণ (Click This Link)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.